আমরা সময় পেলে ঘুরতে যাই থাইল্যান্ড ,সুইজারল্যান্ড ,সিঙ্গাপুর ,আমেরিকা, কানাডা ,লন্ডন,নেপাল ভুটান কিংবা ফ্রান্স।
অথচ কোরানে বলা হয়েছে -তোমার জমিনে বিচরণ কর এবং দেখ যে অবিশ্বাসীদের পরিনতি কি হয়েছিল। এ পরিনতির মধ্যে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তি এবং কয়েকটি ধ্বংশ চিহৃের কথার বিষদ বলা হয়েছে।
যাদের মধ্যে নমরুদ,সাদ্দাদ ,কারুন,হামান,আবু লাহাব,জালুত ,আজর, হামান ,তুব্বার ও ফেরআউন অন্যতম।আর জাতি হিসেবে উঠে এসেছে বনি ইসরাইলের নাম। বিশেষ করে এদের পরিনতি এবং ধ্বংশের স্মৃতি চিহৃ সমূহ এখনও আরব বিশ্বেজুড়ে বিদ্যমান।যা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত স্বরুপ।
এর মধ্যে ফেরআউনের লাস ,কারনের ধন সম্পদ এবং সাদ্দাদ এর বেহেস্তখানা উল্লেখ করার মত।

0 মন্তব্যসমূহ