বুদ্ধিমান রাজা ও সত তিন ছেলের গল্প

 


এক রাজার তিন ছেলে ছিল। রাজার মৃত্যুর পর কোন ছেলে রাজা নির্বাচিত হবেন । এ চিন্তা ছেলেদের মত রাজার মধ্যেও ঢুকে গেল। তাই রাজা একদিন তিন ছেলেকে ডেকে বললেন -

আমি চাই আমি বেঁচে থাকতেই আমার উত্তরাধিকারী নির্বাচন করে যাব তোমরা কি বল। তিন ছেলেই জবাব দিল জ্বি জাহাপনা এটাই উত্তম হবে। রাজা এক মাসের সফরে যাবার প্রস্তুতি নিলেন -যাবার সময় তিন ছেলেকে -একটি করে গাছের বীজ দিয়ে গেলেন । বললেন -এক মাস পরে তোমাদের গাছ দেখেই আমি বুঝে যাব -কে আমার উত্তরাধিকারী হবার যোগ্য্।একথা বলে রাজা বের হয়ে গেলেন।

তিন ছেলেই পরিচর্চা করে -বীজ বপন করলেন। কিন্তু ছোট ছেলের বীজ থেকে কোন গাছ উঠলো না। মেঝো ছেলের গাছ সবার চেয়ে বড় হয়ে গেল। বড় ছেলের গাছ -সব মাত্র অন্কুর গজিয়েছে।সবাই গোপনীয়তা রক্ষা করে চললেন -এদিকে রাজাও ছেলেদেরকে নজরদারিতে রাখলেন। 

 এক মাস পরে রাজা ফিরে এসে তিন ছেলেকে ডাকলেন। বড় ছেলে বললো বাবা অনেক যতন করে গাছটি বড় করেছি। মেঝো ছেলে বললো -বাবা মাটি থেকে শুরু করে -ডাল গজানো পর্যন্ত প্রতিটি পদেই আমি যত্ম নিয়ে গাছের ডালপালা পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়েছি আমার মনে হয় -আমি তোমার পরীক্ষায় পাস করেছি।ছোট ছেলে মাথা নীচু করে দাঁড়িয়ে রইলো । রাজা তার কাছে জানতো চাইলো তোমার গাচের কি অবস্থা। তখন ছোট ছেলে বললো -বাবা আমি চেষ্টার কোন ক্রুটি করি নাই কিন্তু আমার দূর্ভাগ্য যে -বীজ থেকে চারা বের হয়নি।

তখন রাজা বললো -সিদ্ধ বীজ থেকে কখনও কি চারা বের হয় ? তিন ছেলে বললো না বাবা এটা কখনও সম্ভব না। তখন রাজা -বড় এবং মেঝো ছেলেকে বললো -তোমাদের বীজ থেকে তাহলে কি করে চারা গজালো ?

এ কথা শুনে দুজনে মাথা নীচু করে দাঁড়িয়ে রইলো। রাজা বললো তোমাদের সততার পরী্ক্ষা নেবার জন্য -আমি তোমাদের সিদ্ধ বীজ দিয়েছি -তোমরা দুজনে ফেইল করেছি। আর ছোট ছেলে সততার পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। অতএব সে হবে আমার যোগ্য উত্তরসুরী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ