বিশ্বজিত হত্যাকারীদের কারো মাথায় হেলমেট ছিলনা


পার্থক্য শুধু একটাই । বিশ্বজিত হত্যাকারীদের কারো মাথায় হেলমেট ছিলনা তাই তাদের চেনা এবং ধরা গেছে কিন্তু বিচার এখনও হয়নি। জামিনও পেয়েছেন অনেকে,,,,.।

এখানে সবার মাথায় হেলমেট। যে সংস্কৃতিকে জিইয়ে রেখেছে দেশের আইন ও বিচার ব্যবস্থা। দু বছর আগে যখন সাংবাদিকরা এ হেলমেট বাহীনীর হাতে নৃগৃহীত হয় ..তখন পুলিশ প্রধান কিংবা বিচার বিভাগ মাটির উপরিভাগ থেকে এ বাহিনীকে খুজে পাইনি ..বলতে গেলে কারোরেই বিচারের মুখোমুখি করা হয়নি।
 
তাই আবার সে সংস্কৃতির পুনরাভিত্তি। মামলা হবে তদন্ত হবে ..আসামী খুজা হবে ..যখন পরিচয় জানা যাবে তখন আর তাদের খুজে পাওয়া যাবেনা। এরপর কয়েকজনকে পেলেও আদালত জামিন দিয়ে দিবে । ভোক্তভুগীর পরিবার উকিলের ফি .,আদালতের দরজায় ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে যাবে। কারন মামলা চালাতে গেলে টাকার দরকার হবে। কোন উকিল পুলিশই বিনা টাকায় কাজ করবে না।
 
তাই এখন বিচার চায়না নাহিদের পরিবার .......। এর চেয়ে বেদনাদায়ক বিষয় আর কি হতে পারে। শুধু নিজকে ধিক্কার দিতে ইচ্ছে করে এ দেশে জন্ম নেওয়াটাই ছিল আমাদের অপরাধ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ