পৃথিবীতে বিভিন্ন জাতী ও সম্প্রদায়ের একাধিক দিন পুঞ্জিকা ব্যবহার করা হয়। তবে আরবি এবং ইংরেজি দিন পুঞ্জিকা সার্বজনিন এবং বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে।
নবী করিম সঃ এর মক্কা থেকে মদীনায় হিজরতের মাস থাকে হিজরী সন গননা করা হয়ে থাকে। যীশু খৃষ্ট বা ঈসা আঃ জন্ম সন থেকে খৃষ্টাব্দ গননা করা হয়ে থাকে এবং যীশু খৃষ্টের জন্মের পূর্বের বছর গুলোকে খৃষ্টপূর্ব হিসেবে গননা করা হয়ে থাকে।
এছাড়া চীনে চাইনিজ ইয়ার তুরস্ক,ইন্দোনেশিয়া ,ইরানে নিজস্ব ক্যালেন্ডার বা সাল গননা হয়ে থাকে। তবে ভারত বর্ষে বাংলাদেশ ও ভারতেই শুধু বাংলা সন গননা করা হয় ঋতুর সাথে সম্পর্ক রেখে। আর আরবী বছর গননা করা হয় চাঁদের তিথীর সাথে সম্পর্ক রেখে।
সম্রাট আকবরের শাসনামল থেকে বাংলা সন গননা শুরু হয়। অর্থাত আজে ১৪২৮ বছর আগ থেকে এ সন গননা শুরু হয়। নবী সঃ হিজরত করেন আজ থেকে ১৪৪৩ বছর আগে নবী সঃ মক্কা থেকে মদীনায় হিজরত করে। এবং আজ থেকে ২০২১ বছর আগে ঈসা আঃ এর জন্ম হয়।
0 মন্তব্যসমূহ