বাংলাদেশের যোগ্যতার অভাব নেই শুধু অভাব আছে -পরিকল্পনার। যার কারনে বার বার আমরা ব্যর্থ হচ্ছি।

 



খেলা ছাড়া বাসায় টিভি তেমন দেখা হয়না। কারণ বেশির ভাগ টিভিই মর্যদার সহিত বিটিভিয় দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই প্রতিটি চ্যানেলের উপর আমার ভরসা আছে -তারা যাহা বলে সত্য বলে। এটা আবার দেখার কি আছে। 
তবে #পাপন সাহেব প্রতিটি ম্যাচের আগে ও পরে বোল পাল্টান -এটা দেখার জন্য খেলার দিন টিভি দেখতে হয়। কালও দেখলাম। 

বাংলাদেশের টেলেন্ডাররা -৮৭ রান করেছে। যাদের উপর কোন সিংহ ই কোন ম্যাচে ভরসা করেনি। তাই তারা সাইড বেঞ্চে দর্শক হয়েই খেলা দেখতে দেখতে অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে -তার প্রমাণ #শেখ_মাহাদি#নাসুম_আহমেদ এবং#তানজিম_হাসান_সাকিব। যাকে দলে নেয়া হয়েছিল ব্যাকআপ বোলার হিসেবে। এ তিনজনের ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে গেছে ২৬৫টে। যার মধ্যে নাসুম এর অবদান -৪৪। আরে বাবা ! স্বীকৃত শেখ পরিবারের কলঙ্ক -নাঈম-শামীম বিজয় -জুনিয়র -তামিম -লিটন-দাকে ছাড়িয়ে -----?

করছে কাদের বিরুদ্ধে -হট ফেভারিট এবং এখন পর্যন্ত বে-পরাজিত -ভারতের। তাদের এবারের টিম দেখছেন -আইপিএলের অধিনায়ক প্যাকেজ । 

#বিরাট_কোহেলী #রোহিত_শর্মা #কেএল_রাহুল #রবীন্দ্র_জাদেজা #হড্ডিক_পাণ্ডে এ পাঁচ অধিনায়ক ছাড়াও আছে -#সুবনাম_গিল #সুরেশ আইয়ার #দিনেশ_কার্তিক #সুরাইয়া_কুমার_ইয়াদব #ঈশান_কিষান কাল নতুন করে নামিয়েছে -#তিলক_ভার্মাকে -যার আইপিএল খেলা আমি দেখেছি -সম্ভবত বিগত আইপিএলে দুটি সেঞ্চুরি তার। এক কথায় সেরা একাদশ। কাল বিরাট কোহেলী ও হার্ডিক পাণ্ডে ছাড়া বাকী শক্তি নিয়ে একাদশ সাজিয়েছে তাই কোন ভাবেই বলা যাবেনা -তারা দুর্বল টিম নিয়ে মাঠে নেমেছে। 

উল্টো বলা চলে নিয়মিত স্বীকৃত তিন বোলারকে বসিয়ে রেখে একটা মাঝারি ধরনের টিম নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।তাতেই কিন্তু ভারত কুপোকাত -এর একমাত্র কারণ ২৯ রাতে ০৩ উইকেট পড়ে যাবার পর সাকিব+হৃদয় জুট দলকে একটা অবস্থানে নিয়ে গেলেও শেষ দিকে বোলারদের থেকে ৮৭ রান বাংলাদেশ কখনও আশা করিনি। তাছাড়া তানজিম সাকিবই অল-রাউন্ড পারফরমেন্স বাংলাদেশ শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ