ক্ষুধার্ত পেট আর শূন্য পকেট মানুষকে যতটা শিক্ষা দেয়-ভরা পেট তা পারেনা।

 তোমার কাছে মনে হতেই পারে জগতটা তোমার মত -

কারন তুমি যেভাবে এসি বাসায় থাক, এসি গাড়ীতে ঘুর -

সামান্য গরম তুমি সহ্য করতে পারনা ,ধুলোবালিতে তোমার এলার্জি।

তোমার বাসা ভাড়া দিতে হয়না বিদু্ত-পানি -গ্যাস -টেলিফোন

কোন বিলই পরিশোধ করতে হয়না তোমাকে

তাই তুমি ভাবতেই পারনা জীবন যন্ত্রনাটা কোথায়।
তুমি বিনা ফিতে পাচ্ছ ড্রাইভার ,দারোয়ান , আয়া
মালি -পি এস এপিএস -বডিগার্ড আর কত্ত কি
তাই তোমার জগতে তুমি এক শাহেন শাহ।
মাসের শেষে যোগ হয় -তোমার চিকতসা ভাতা
আপ্যায়ন ভাতা , গাড়ীর তৈল ,টয়লেট টিসু
থেকে রেজার পর্যন্ত।
বেতনটাও ঢুকে যায়-এ্যাকাউন্টে শুধু বাটন টিপে টাকাটা তুলতে হয়,
বছর বছর তুমি ঘুরতে যাও বিদেশে সরকারী খরছে
লাল পাসপোর্টে তুমি গভর্নর -গাড়ীর হুইসেল আর পতাকা
তোমার পথ ক্লিয়ার করে -স্যালুউট আদায় করে।
বাসা আর অফিসে তোমার শুভাকাঙ্খীর অভাব নেই
তোমার কাজ শুধু সভা সমিতিতে যোগদান আর
দলের গুনগান -তাই তোমার মনে হতেই পারে
দেশের মানুষ একবেলা গরুর গোস্ত দিয়ে ভাত খায়।
কারন তুমি মানুষ নও -চাটুকার -নিরলজ্জ -বেহায়া
অমানুষ -মনুষ্যত্ব এবং বিবেকহীন একটা --------।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ