আপনি নামাজ পড়েন না,রোজা রাখেন না- মাঝে মধ্যে মনে পড়লে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেন , মুখ-ভর্তি দাঁড়ি রেখে মদ খান মাঝে মাঝে বারে যান -এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ঘরে স্ত্রী রেখে -হাঁটুর বয়সী মেয়ের সাথে মোজ মাস্তি করেন-মাঝে মাঝে পাপিয়া-গংদের জলসায় একটু সময় কাটান-এটাও একান্ত আপনার আবদ্ধ ঘরের বিষয়। আপনি আওয়ামীলীগ করবেন নাকি বিএনপি করবেন এটা আপনার রাজনৈতিক স্বাধীনতা। আপনি দেওয়ান বাগী পীরের মুরিদ হবেন নাকি কুতুব-বাগী পীরের আশেকান হবে -এটাও আপনার ধর্মীয় স্বাধীনতা। এখানে কারো হস্তক্ষেপ করার কিছু নেই।
আপনি জরায়ুর স্বাধীনতা চেয়ে তসলিমা নাসরিন সাম্রাজ্যের লাস ভেগাস সিটির সদস্য হন -সানি লিওনকে ঢাকায় এনে টানা দিয়ে নাচান ,নিজের টাকা দিয়ে কাট পিস মার্কা ছবি তৈরি করেন -চুম্বন দৃশ্য সংযোজিত করে নাটক বানান -বেড সিন দিয়ে ইউটিউব কন্টেইন্ড তৈরি করেন -কোন সমস্যা নেই।
আপনাকে সমর্থন করার লোকেরও অভাব নেই। কারণ আপনি নতুন কোন ব্রান্ড কিংবা মডেল নয়। আপানার মত বহু জ্ঞান পাপী, নির্লজ্জ, বেহায়া ,চরিত্রহীন মানুষ এ দেশে বাস করে।
তাহলে আমি ব্যক্তিগত মতামত ব্যক্ত করলে কেন আপনার জ্বলে ?আমার কি ব্যক্তি ,রাজনৈতিক কিংবা ধর্মীয় স্বাধীনতা নেই ? আমার সব কিছুই কি আপনার ইশারায় কিংবা মতাদর্শের হতে হবে ? কোন বইতে কোন সংবিধানে কোন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বইতে এটা বলা আছে এটা ?আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেখানে কি আর কেউ পড়েনি?
বলছি ২০২২ সালের তানজিম হাসান সাকিবের ফেসবুক স্ট্যাটাস নিয়ে। ভারতের সাথে একটা ম্যাচে পারফর্ম করে সবার নজরে যখন এসেছে তখন আপনি তার অতীত ইতিহাস টানতে শুরু করেছেন। ভারতকে হারিয়ে দিয়েছে বলে আঁতে থুব লেগেছে তাইনা ? এখানে দল থেকে বাদ দিতে পারলে বিশ্বকাপের আগে কাঁটা দূর হয়ে যায় ?
আপনার ইতিহাস গুলো কি খুবই নান্দনিক ,নিখুঁত ,পরিশুদ্ধ ,ফরেজগারী,চরিত্রবান ? তাহলে অন্যের ব্যক্তিগত মতামতের প্রতি আপনার এত জ্বালা-পোড়া কেন ? এসব আঁতলামী করলে যদি আপনার প্রমোশন হয়ে থাকে তবে মনে রাখবেন আপনার চেয়ে বড় আঁতেল দেশে নেহায়েত কম নয়।
0 মন্তব্যসমূহ