একজন ক্রিকেটার শুধু তার পারফর্মেন্সের কারনেই বাদ পড়েন এর পিছনে অনেক কারন থাকে।


 চ্যানেল ওয়ানের কথা মনে আছে কারো ? আমি বলতাম চ্যানেল বাঁশ।কারন ওয়ানের লগুটা ছিল বাঁশের মত। প্রতিদিন সকালে সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে গুনি মানুষদের নিয়ে একটা অনুষ্ঠান করতো তারা । আমি একদিন গেলাম আমাদের নাট্য গ্রুপের ডিরেক্টর এর একটা ইন্টারভিউ নেয়া যায় কিনা সে বিষয়ে কথা বলার জন্য।
যাইহোক সেখানে গিয়ে পরিচয় হয়-রাসেল নামক এক অনুষ্ঠান প্রযোজকের সাথে। তিনি আমার পরিচয় জেনে বললেন- আপনি যেহেতু পত্রিকার লাইনে আছেন তাহলে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসেন চায়ের আড্ডায়। সেসুত্রে আমি একে একে নিয়ে গেলাম -আমাদের গ্রুপের নাট্য পরিচালক -এন.এইচ বাদল ,বিটিভির এম.এ,খায়ের ,পরিচালক Kaisar Ahmed , পরিচালক বাদল খন্দকার ক্রিকেটার Khaled Mashud Pilot সহ আরো অনেককে।
যার মাধ্যমে পাইলট ভাইয়ের সাথে আমার পরিচয় তার সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের একাধিক খেলোয়াড়দের ভালো সম্পর্ক ছিল। ক্রিকেটার মেহরাব হোসেন অপিও ছিল তার বন্ধু। যাই হোক চ্যানেল থেকে আমাকে অপির কথা বললেও ২/৩বার তার সময় চেয়ে ব্যর্থ হয়ে পরে বাদ দিয়েছি।কারণ অপি তখন খেলা এবং বৌ জনিত সংসারিক ঝামেলা নিয়ে লেজে গোবরে অবস্থা।
কথা লম্বা হয়ে যায় তবুও সংক্ষেপে শেষ করি। এন,এইচ বাদলকে নিয়ে গেলাম আমাদের নাট্যগ্রুপে নির্দেশনা দেন -সেটা তিনি চ্যানেলে বলবেন -অথচ তিনি সেখানে গিয়ে নির্ঘাত ইচ্ছা করেই ভুলে গেলেন।
পাইলট ভাইয়ের সাথে পরিচয়ের সুবাধে জানলাম ক্রিকেটারদের ভেতরের অনেক গল্প। যে গল্পগুলো অনেক লম্বা। কেন কিভাবে কি কারনে একজন ক্রিকেটার দল থেকে বাদ পড়েন, দেশে বিদেশে ক্রিকেট টিমের সাথে ঘটে যাওয়া মজার মজার ঘটনা। বলে রাখা ভালো ক্রিকেটাররা শুধু পারফর্মের কারনেই দল থেকে বাদ পড়েনা এর পিছনে থাকে অনেক গল্প।
যেসব কারনে বাংলাদেশে ৬০% ক্রিকেটারই মাঠ থেকে বিদায় নিতে পারেন না। তার উতকৃষ্ট উদারন মাশরাফি বিন মূর্তজা,ফরহাদ রেজা ,মোহাম্মদ শরিফ ,ইলিয়াস সানি,তাপস বৈশ্য -নাজমুল হোসেন শান্ত, শফিউল ,আরাফাত সানি,আশরাফুল- -রুবেল -আলামিন=রনি তালুকদাররা ---।
একজন ক্রিকেটার জাতীয় দলে আসার জন্য অনেক স্ট্রাগল করে -নিজকে তিলে তিলে জ্বালাই করে তৈরি করে। অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে দলে স্থান পায় - কিন্তু কর্তারা তাদেরকে ছুড়ে ফেলে খুব সহজেই। কারন গুলো অতি লম্বা ----।
এটা হয় কখনও ব্যক্তিগত আক্রোশে কখনওবা ইগোর বশোবতি হয়ে ,কখনওবা অন্তধন্ধে ।তাছাড়া কোচ পরিচালকদের আস্থাভাজন বিয়ষটিও থাকে। এ ছাড়াও থাকে ব্যক্তিগত জীবন ---।
(সংক্ষিপ্ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ