এ পর্যন্ত মোট চার জন বাঙ্গালী #নোবেল পেয়েছেন। এরমধ্যে আছেন
১. #রবীন্দ্রনাথ_ঠাকুর,-১৯১৩ (সাহিত্য)
২ .#অমর্ত্য_সেন (অর্থনীতি)-১৯৯৮
৩ #অভিজিৎ_বন্দোপাধ্যায় ২০১৯ (অর্থনীতি)
৪. #ড._মোঃ_ইউনুস, (শান্তিতে)-২০০৬।
এর মধ্যে রবীন্দ্রনাথ বৃটিশ ভারতীয় বাকী দুজন ভারতীয় একজন বাংলাদেশী। বিশ্বের সর্বোচ্ছ এবং সর্বশ্রেষ্ট আন্তর্জাতি পুরুস্কার হিসেবে এ পুরুস্কার ভুষিত হয়। এছাড়া ফিল্ম কিংবা চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরুস্কারকে #অস্কার হিসেবে বিবেচনা করা হয়।
মোট ০৬টি ক্যাটাগরিতে এ পুরুস্কার নোবেল প্রদান করা হয়।যার মধ্যে আছে-
#চিকিৎসা বিজ্ঞান
#পদার্থ বিজ্ঞান
১৯০১ সাল থেকে নোবেল পুরুস্কারের প্রচলন শুরু হয়।
- নোবেল পুরস্কারের প্রবর্তক- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল।
- আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান- ৩১ কোটি ১০ লাখ ক্রোনা ।
মোট ০৪টি দেশ এসব বিষয়ে গবেষনা করে প্রাথমিক মনোনয়ন প্রার্থীদের তালিকা চুড়ান্ত করে। যার মধ্যে
ওয়েজিয়ান নোবেল কমিটি (নরওয়ে) - শান্তি
রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সস (সুইডেন)- পদার্থ , রসায়ন ও অর্থনীতি
সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা বিজ্ঞান
এরপর চুড়ান্ত কমিটির মনোনয়নের ভিত্তিতে-সুইজারল্যান্ডের জুরিখে এ পুরুস্কার কারীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয় এবং বিশেষ ভাবে সম্মানীত করা হয়।
তবে প্রাথমিক মনোনয়নের তালিকায় এ পর্যন্ত ৪২জন বাঙ্গালীর নাম উঠে এসেছে যার মধ্যে মাদার তেরেসা অন্যতম। এবং অপ্রিয় হলেও সত্য যে তালিকায় তাসলিমা নাসরিনের নামও প্রস্তাবনায় স্থান পেয়েছে তবে -প্রাথমিক পর্বেই সেটা বাতিল হয়ে যায়।
১.রবীন্দ্রনাথকে নোবেল দেয়া হয় তার কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা-চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে।
২. অমর্ত সেনকে নোবেল দেয়া হয় কল্যাণ অর্থনীতিতে মৌলিক অবদানের জন্য।
৩.ড.ইউনুসকে নোবেল দেয়া হয় ক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।
৪.অভিজিত বন্দোপ্যাধা্য়কে নোবেলের জন্য মনোনীত করা হয় বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করার জন্য পরীক্ষামূলক পথ সন্ধানের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
যাদের কাছে নোবেল একটি দাতব দ্রব্য এবং ফকিরাফুল থেকে ব্রোঞ্চের তৈরি একটি মেডেল-তারা কখনও জানবে না এটার গুরুত্ব মর্যদা কতটুকু। তাদের কাছে এটা কামারের বাড়ীতে গীতা পাঠ করার মত। বাঙ্গালী কতটা পিছিয়ে এবং মূর্খতায় পরিপূর্ন তা নোবেল অস্কারের দিকে তাকালেও সহজে অনুমান করা হয়।

0 মন্তব্যসমূহ