মহাকাল গবেষনা প্রতিষ্টানের প্রধান আব্দুস সালাম। ভারত চন্দ্র যাবার পর তাকে নিয়ে সামাজিক যোগোযোগ মাধ্যমে প্রচুর ট্রল হচ্ছে। কিন্তু উনাকে নিয়ে ট্রল করার কি আছে । ভারত অন্যতম পরাশক্তির দেশ। ভারতের যদি চাঁদে নভোযান পাঠায় তাহলে আমাদের মত নিন্ম আয়ের দেশেও কি চাঁদে নভোযান পাঠাতে হবে ? মহাকাশ গবেষকদের প্রধান দায়িত্ব নভোযান পাঠানো তাদের আর কোন কাজ নেই ?
কথা হচ্ছে বাংলাদেশের ৬০ জন মন্ত্রী আছেন -কাকে তার যোগ্যতানুযায়ী পদ দেয়া হয়েছে কেউ বলতে পারেন ? বিসিবির প্রধান -পাপন সাহেব কতটা আন্তর্জাতিক ম্যাচে -৫০/১০০ করেছেন বলতে পারেন ? প্রধান নির্বাচক নান্নু ও সুজন আন্তর্জাতিক ক্যারিয়ারে কতটি চেইন চুরি করেছেন ?
ক'জন মন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে মন্ত্রনালয়ে অধিষ্ট হয়েছেন ?ধর্ম মন্ত্রী কি কোন মাদ্রাসার ছাত্র ? উনী কিভাবে ধর্ম মন্ত্রনালয় পরিচালনা করেন ? একজন হিন্দু ধর্মাম্বলম্বী লোক কিভাবে মাদ্রাসা বোর্ডের প্রধান হন ?
একই কথা চলে -মতসো -কৃষ্টি -স্বাস্থ্য -শিক্ষা-ক্রীড়া -বানিজ্য -পররাষ্ট্র -প্রযুক্তি -তথ্য -বনজ -খনিজ -যোগাযোগ -আইটিসি -বিজ্ঞান - মহিলা ও শিশু-বিমান- মন্ত্রীদের বেলায়ও।
আমি বলছিনা যে -সবাই বিজ্ঞ নয় -এর মধ্যে সংলিষ্ট বিষয়ে লেখাপড়া করা মন্ত্রী যেমন আছে -তেমনি না জানাও আছে। বাংলাদেশে সবই সম্ভব তবে যোগ্যতম ব্যক্তিতো তার যোগ্যতানুয়ায়ী সর্বক্ষেত্রে মুল্যায়িত হয়না।

0 মন্তব্যসমূহ