ক. দেশের প্রচলিত দেব -দেবীদের প্রতি উপেক্ষা প্রদর্শন।
খ. নতুন নতুন দেব -দেবী প্রবর্তন করার চেষ্টা। এবং
গ. সক্রেটিস যুবকদের নৈতিক চরিত্র কলুষিত করে তাদের বিপথে পরিচালিত করছেন।
মুলত শাসক গোষ্টীর কথানুযায়ী কাজ না করার কারনে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।দেশের প্রায় ২৮০ জনের মত বিচারককে এ প্যানেলে অন্তভূক্ত করায়। তাদের ২২০ জনই সক্রেটিসের মৃত্যুদন্ডের ব্যাপারে রায় দেন-৬০ জন এর বিরোধীতা করে -দ্বিমত পোষন করেন। তারা বলেন শুধুমাত্র মতের অমিল হওয়ায় আমরা একজন দার্শনিকের মৃত্যু দন্ড দিতে পারিনা।
কিন্তু তাদের সে মত অগ্রাজ্য হয় -সংখ্যাধিক্বের কারনে তার মৃত্যু দন্ড কার্যকর করা হয়।সক্রেটিজকে বলা হয়েছিল তিনি ইচ্ছা করলেই দেশ ত্যাগ করতে পারবেন। নতুবা অর্থদন্ত দিয়ে দেশে থাকতে পারবেন। কিন্তু সক্রেটিজ তাদের সে দাবী অগ্রাজ্য করেন এবং বিচারক প্যানেলকে একটি প্রহসন বলে অ্যাখ্যা দেন। বলা বাহুল্য সে বিচারক প্যানেলের বেশিরভাগই ছিল সরকারের আশ্বীর্বাদ পুষ্ট এবং তাদের অনেকেরই বিচারক হবার যোগ্যতা ছিলনা। শুধুমাত্র রাজাকে খুশী করার জন্য তারা এ রায় দিয়ে নিজেদের চাকুরী পাকাপোক্ত করেন।
ইতিহাসনুযায়ী একমাত্র সক্রেটিস এবং প্লেটো ছাড়া -কেউ সেসব বিচারক এবং রাজার নাম মুখে আনেনা। এমনকি তাদের সে রায় যে ভুল ছিল সেটা তারা নিজ মুখে স্বীকার করেন। অনেক বিচারক অনুসূচনায় আত্মহত্যা করেন। অনেককে দেশত্যাগে বাধ্য করা হয় অনেককে পিটিয়ে মারা হয়। যুগ যুগ ধরে তারা্ ঘৃনার পাত্র হয়েই ইতিহাসের পাতায় রয়ে যাবেন কিন্তু তাতে আর কি হবে -পুরো পৃথিবী সক্রেটিসের নামে লিখে দিলেও তার জীবন আর কেউ ফিরিয়ে দিতে পারবে না।
ইমাম আবু হানিফা রহঃ আমাদের সু্ন্নী মতালম্বীদের ইমাম। তার মতার্দশেই আমরা ইসলামী নিয়মনীতি পালন করে থাকি। তাকেও তদকালের বাদশার আদেশে মৃত্যুদন্ড প্রদান করা হয়। অবশ্য এর আগে তাকে কয়েক বছর কারাগারে -বন্দী করে রাখা হয়। তার অপরাধ ছিল-তাকে বলা হয়েছিল-মসজিদের খুতবা দিতে হবে বাদশার গুন কৃর্তন গেয়ে বা তার নামে । তিনি এ শর্ত মানতে অপরাগতা প্রকাশ করেন।
তিনি বলেন -ইসলাম কোরান হাদিসের নিয়মুসারে চলবে -কোন রাজ বাদশার ফরমায়াশে নয়। এরপর রাজা ক্ষিপ্ত হয়ে তাকে মৃত্যু দন্ড প্রদান করেন। তিনি হাসতে হাসতে মৃত্যুকে বেঁচে নেন।
কারবালার ইতিহাস কম বেশ সবারই জানা।মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ নির্দেশেই হাসান হোসেনকে হত্যা করা হয়। অথচ মুয়াবিয়া ছিলেন রাসুলের একজন সাহাবী। ইয়াজিদ কি জানতো না -ইসলামে খুনের পরিনাম কি এবং রাসুলের নাতিদের হত্যা করা কতটা জগন্য অপরাধ ?
আমরা ইতিহাস পড়ি ঠিকই কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিইনা।যারা জানেনা তাদের কথা ভিন্ন আর যারা জেনেও ইতিহাস থেকে শিক্ষা নেয়না এবং অন্যদের সতর্ক করেনা তাদেরই বলা হয় জ্ঞান পাপী।

0 মন্তব্যসমূহ