প্রযোজন ফুরিয়ে গেলে মানুষ অবদান ভুলে যায়।

 একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল।

ডাক শুনে গাধার মালিক গাধাটিকে
উদ্ধারের জন্য কিছুক্ষণ নামমাত্র চেষ্টা করে। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে লোকটি ভাবে, গাধাটি বুড়ো, একে দিয়ে তো কোনো কাজ হয় না। কুয়াটিও শুকিয়ে হয়ে গেছে, এখান থেকে এখন আর পানি পাওয়া যায় না। কুয়া থেকে গাধাকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি! অতএব, কুয়াটি মাটি ফেলে বুজিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত।
দেরি না করে তখনই সে গ্রামবাসীদেরকে কুয়ার ধারে ডেকে আনে। গ্রামবাসীরা গাধার মালিকের কথায় সম্মত হয় এবং কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করে।
কি ঘটছে বুঝতে পেরে গাধাটি স্তম্ভিত হয়ে যায়। যে মালিকের জন্য সে সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
গাধাটি অবশ্য হাল ছেড়ে না দিয়ে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। প্রতিবার মাটির ঢেলা নিচে ফেলার সাথে সাথে সে গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির ওপর চড়ে বসে। খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখে প্রাণীটি কুয়ার মুখে পৌঁছে গেছে।
গাধাটি এরপর ছোট্ট একটি লাফ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসে এবং ঘৃণাভরে তার মালিকের দিকে একবার তাকিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দেয়।
শিক্ষা:
১. যখন আপনি ভাবেন আপনার সামনে আর কোনো উপায় নেই, তখনও আপনার সামনে কোনো না কোনো পথ খোলা থাকে। তাই কোনো পরিস্থিতিতেই জীবনে আশা ত্যাগ করবেন না।
২. আপনি যাদের জন্য এতকিছু করছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো করে বাঁচুন।
All reactions:
1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ