এ দেশে রাজনীতি করেছেন -#হোসেন-শহীদ_সোরওয়ার্দী ,#শেরে_বাংলা এ.কে_ফজলুল হক ,#মাওলানা-আবুল_কালাম_আজাদ ,#খাজা_সলিমুল্লাহ, #নবাব_আব্দুল_লতিফ ,#দেশবন্ধু_চিত্র_রঞ্জন_দাস, #মাওলানাভাসানী, ,#শেখ_মুজিবর_রহমান- এ কথা রাষ্ট্র বিজ্ঞান বা বাংলাদেশের ইতিহাস যারা পড়েছেন তাদের জানার কথা। নতুন প্রজন্মের অনেকেরই এ কথা জানার কথা না-কারণ ইতিহাস কিংবা পাঠ্য বই থেকে তাদের নাম মুছে দেয়া হয়েছে। কারন এ পাঠ্য বইয়ের বিষয়বস্তু যারা নির্ধারণ করেন -তারা হালের রাজনীতিবিদ। কথা ছিল -পাঠ্য বইয়ের বিষয় বস্তু নির্ধারণ করবেন শিক্ষাবীদরা কিন্তু হয়েছে এর উল্টো ।
প্রতিটি সেক্টরে প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া আপনার দক্ষতা কিংবা যোগ্যতা অর্জিত হয়না। সেটা ডাক্তার ,প্যাথলজি, ইঞ্জিনিয়ার ,উকিল ,সাংবাদিক, ভুতত্ববীদ,পদার্থবিদ্যা ,মেরিন ,ভু-উপগ্রহবীদ ,মৎস্য -কৃষি-পশু -নার্সিং কিংবা মটর মেকানিক হোকনা কেন। কিন্তু রাজনীতি হলো এমন একটি পেশা। যার জন্য আপনার কোন প্রাতিষ্ঠানিক জ্ঞানের দরকার নেই। শুধুমাত্র কিছু জন সমর্থন হলেই আপনি যা বলেন -যা করেন তাই মানুষ লুপে নিবে।
এরা সমাজকে আদর্শবাদী হতে শেখায় অথচ নিজেরাই আদর্শ থেকে বিচ্যুত। জনগনের ভাগ্যের পরিবর্তনের কথা বলে প্রতিটি দল ক্ষমতায় যায় -জনগনের ভাগ্য বদল না হলেও নিজেদের ভাগ্য বদল ঠিকই হয়ে যায়। সে সাথে বদলে যায় তাদের মুখের ভাষাও।
কি বলছেন,, কাকে বলছেন, কেন বলছেন ? এ প্রশ্নের মুখোমুখি যেহেতু আপনাকে হতে হচ্ছেনা। বা যাদের সামনে বলছেন তাদের কাছ থেকে হাতে তালি পাচ্ছেন -তাই আপনার এটা মনে করা স্বাভাবিক যে আপনি যাই বলেন তাই ঠিক।
0 মন্তব্যসমূহ