আইন গরিবের জন্য মাকড়সার জালের মত আর ধনির জন্য পানির মতো। কালকে খন্দকার মোস্তাক ও তিশার ঘটনা তাই প্রমাণ করে।
আপনি অন্যায় করবেন গর্হিত কাজ করবেন কিন্তু সব সময় আপনাকে লজ্জিত হতে হবে না।আপনার সামাজিক অবস্থা ভালো হলে ওটা ধুয়ে মুছে যাবে। নৈতিক অবস্থার চেয়ে সাফল্য যদি বড় হয় তাহলে আর কোন কথাই নেই।
বর্তমানে ওটিটি প্লাটফর্মেও অশ্লীল কনটেন্ট তৈরি করে বাহাবা নিচ্ছে। আবার একশ্রেণীর শিল্পী সেটাকে সমর্থন করে যাচ্ছে কারণ তাদের রুটি রুজি ওখান থেকেই হয়।তাই আমাদের সামাজিক মূল্যবোধ নিয়ে কথা বলাও এখন এক ধরনের অপরাধ !!
মোস্তাক তিশাকে নিয়ে যারা প্রতিবাদ, তিরস্কার করেছে তাদেরকে অনেকে ধন্যবাদ দিচ্ছেন। হুমায়ূন আহমেদকে নিয়ে তখন কেউ কোনো কথা বলেছে কিনা আমার জানা নেই।।
কারণ তিনি অনেক বড় মাপের লেখক ছিল তাই এগুলা কেউ আমলে নেয়নি। এখনো তার বই হরদম বিক্রি হচ্ছে। কারণ অনেকের আদর্শ হুমায়ূন আহমেদ।। তবে সবার না।
নৈতিকভাবে যে সমস্ত লেখক বা ব্যক্তি দুর্বল তাদের বইও মানুষে পড়ে কেন পড়ে জানিনা। হয়তো কৌতূহল মেটানোর জন্য নয়তো.......।
আপনার বইয়ে সাহিত্য আছে কিনা ,শিল্প আছে কিনা ,শব্দ শৈলী আছে কিনা,আপনি বাংলা ব্যাকরণ জানেন কিনা -সেটা বড় কথা নয় বড় কথা হলো -আপনার সামাজিক পরিচিতি আছে কিনা তাহলেই আপনি বড় মাপের লেখক। সেটা হিরো আলম হোক কিংবা খন্দকার মোস্তাক।

0 মন্তব্যসমূহ