পৃথিবীতে কতটি মাতৃভাষা আছে তার সঠিক হিসাব না পেলেও অনুমান করা হচ্ছে যে-প্রায় ০৪ হাজারেরও অধিক ভাষায় মানুষ কথা বলে।
এর মধ্যে দুটো ভাষা সার্বজনীন।একটি হলো ইংরেজি যা সেকেন্ড ভাষা বা এক জাতির সাথে অন্য জাতির সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। অন্যটি হলো আরবি যা পৃথিবীর সকল দেশের মুসলমানরাই বুঝে কিংবা না বুঝে ব্যবহার করে থাকে।
এ ছাড়া পৃথিবীর সর্বাধিক ১০টি ভাষার লোক বেশি কথা বলে থাকে।যা সংখ্যার বিচার করলে দাঁড়ায় -
১.মান্দারিজ -বা চাইনিজ ১৩০ কোটি লোকের ভাষা। চায়না তাইওয়ান হংকং এর লোক বেশি ব্যবহার করে থাকে।এটি চীনের রাষ্ট্রভাষাও ।
২. স্প্যানিশ = প্রায় ৫০ কোটি লোকের ভাষা।স্পেন ছাড়াও দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে রয়েছে এর ব্যবহার।
৩. ইংরেজি =মাতৃভাষা হিসাবে ব্যবহার করে ৪০ কোটি লোকে। তবে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করে প্রায় ১০০ কোটি লোকে।
৪. হিন্দি = প্রায় ৩৫ কোটি লোকের ভাষা।ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হলেও এখানে ২৩টি সরকারী ভাষা স্বীকৃত। তবে হিন্দির সাথে উর্দুর মিল থাকায় সংখ্যাটি আরো বেড়ে যায়।
৫. আরবি= প্রায় ৩৩কোটি লোকের ভাষা এটি।বিশেষ করে মধ্য প্রাচ্যের সব কটি দেশের মাতৃভাষাই হলো আরবি। এছাড়া দক্ষিণ আফ্রিকার কিছু দেশেরও আরবি প্রচলিত।
৬..পর্তুগীজ ; প্রায় ৩০ কোটি। বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রভাষা পর্তুগিজ। এই ভাষা মূলত ঔপনিবেশিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনি-বিসাও, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে এবং ম্যাকাওর মতো দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়।
৭. বাংলা ভাষা = প্রায় ২৫ কোটির উপরে। ভারতের পশ্চিম বঙ্গে কয়েকটি ভাষার মধ্যে বাংলা ও হিন্দি অন্যতম। এ ছাড়া উড়িষ্যা -আসাম ত্রিপুরা আরকানের কিছু অংশের লোক বাংলা ভাষায় কথা বলে। তবে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হলেও এখানে ৪১টি ভাষার অস্তিত্ব পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় কথা বলে। .
৮. বাংলার পরে অবস্থান রুশ ভাষার। প্রায় ২০ কোটি লোক এ ভাষায় কথা বলে।রাশিয়ার বিশাল অংশ জুড়ে এ ভাষার ব্যবহার হয়।
৯, এরপরে আসে জাপানিজ ভাষা । বিশ্বের প্রায় ১৫ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও ব্রাজিলে জাপানের ভাষা ব্যবহার করা হয়।
১০.পাঞ্জাবী ভাষা। পাকিস্তান ভারত কাশ্মীর ও লন্ডনের কিছু লোকে এ ভাষায় কথা বলে। যার ফলে প্রায় ১২ কোটি মানুষ এ ভাষায় কথা বলে।
আসিফ মোঃ নজরুল
লেখক ও সাংবাদিক।
২১.০২.২০২৪

0 মন্তব্যসমূহ