সিলিন্ডার গ্যাসের রমরমা ব্যবসার জন্য -তিতাস গ্যাসের লাইন দেয়া হয়না। অথচ কাগজে কলমে সংসদে-মিষ্টি শোতে দেশে গ্যাসের উৎপাদনে বাম্পার ফলন। তাইলে এত গ্যাস যায় কোথায় ? বসত বাড়ীতে গ্যাস নেই -পাম্পে গ্যাস নেই কিন্তু সিলিন্ডারে গ্যাসের অভাব নেই। চলে বাসা বাড়ি দোকান পাট এমনকি কলকারখানাও। শহরে হাজার হাজার বাড়ীতে/দোকানে /কারখানায় ব্যবহৃত হয় লাখ লাখ সিলিন্ডার। অনেকে বাড়ী করে বসে আছে কিন্তু গ্যাসের লাইনের আবেদন করেও লাইন পায়না। কোটি কোটি টাকা বকেয়া বিল পড়ে আছে -তিতাস গ্যাসের। এসব অনাদায়ী ব্যক্তিরা কারা ? বলার অবকাশ নেই এরা চুনোপুটি নয় ক্ষমতাসীন দলের রাগব বোয়াল তাই তাদের ধরা যাচ্ছেনা। এমনকি প্রতিষ্ঠানের লাইনও কাটা যাচ্ছেনা চাকুরী হারানোর ভয়ে। কাদের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস -লসের সম্মুখীন? দিনের পর দিন মাসের পর মাস শর্ত মেনে আবেদন করেও লাইন না পেয়ে মানুষ বাধ্য হয়ে ব্যবহার করে -সিলিন্ডার এর মত বিষ্পোরকের। ফলে আবারও ট্রাজেডি। কে নিবে এ দায় , কি ছিল নিরীহ মানুষ গুলোর অপরাধ ? রাষ্ট্রের কাজ কি শুধু আগুন লাগলে নিভানো আর তদন্ত কমিটি গঠন করে বিবৃতি দেয়া ? বিবেকের কাঠগড়ায় আপনি কাকে দাঁড় করাবেন?
আমরা শুধু জোর করে এ কথা বলতে পারি -আল্লাহ আমাদের হেফাজত করুন। নিরাপরাধ মানুষদের আপনি ক্ষমা করুন। আমিন।

0 মন্তব্যসমূহ