বিভিন্ন দিবস পালন করেই কি পারছে আমাদের মানবিক বিকাশ সামাজিক উন্নয়ন কিংবা পারিবারিক শান্তি ঘটাতে ?

 বাংলায় দিবস আছে দুইটা -০১লা বৈশাখ আর ১লা ফাল্গুন। এ ছাড়া যদি ১০০ জনকে জিজ্ঞাসা করেন তাহলে ৮৫ জনই পারবে না বাংলায় কখন কোন মাস চলে কিংবা বাংলায় কোন দিনে কত তারিখ। কারন আমরা মুখে যতই বাঙ্গালীয়ানা প্রকাশ করি কিন্তু অস্তিত্বের সাথে মিশে গেছে ইংরেজি।

তেমনি ভাবে ধরেন আরবীত দিবস আছে ০৪টা শবে বরাত -শবেকদর .ঈদুল আয়হা ঈদুল ফেতর। এ ছাড়া আরবী মাস এবং দিনের কথা জানেনা শতকরা ৯৮ ভাগ লোকেই। অথচ ইংরেজির পাশাপাশি মুসলিম দেশ গুলোতে চাঁদের সাথে সম্পৃক্ত রেখে আরবী মাস গননা এবং পালন করা হয়ে থাকে। তাই কেবা খবর রাখে আরবী মাসে কতটি দিবস আছে ?
ইংরেজিতে দিবসের কোন অভাব নেই। এমন কোন মাস নেই,এমন কোন সপ্তাহ নেই যেখানে দিবস নেই।
#ফাদার ডে #মাদার ডে #ভাই ডে #বোন ডে #বৃদ্ধ ডে #লাভার ডে #কপল ডে #সিঙ্গেল ডে #পুরুষ ডে #নারী ডে #বেবি ডে #রোজ ডে #প্রপোজ ডে #হাগ ডে #কিস ডে #শান্তি ডে #সাদা-ছড়ি ডে #অটুস্টিক ডে #পানি ডে #খনিজ ডে #জলবায়ু ডে #মানবাধিকার ডে #ন্যায়_বিচার ডে ইত্যাদি ইত্যাদি।
কিছুদিন আগে দেখলাম মন খারাপ ডে এবং চিন্তা ডেও নাকি পালন করছে তারা। এসব আবার জানে এবং পালন করে ৩০-৪০% লেোকে । তবে এদের আবার থার্টি ফাস্ট নাইটও পালন করতে ভুল হয়না কখনও।
কথা হচ্ছে এতসব
দিবস পালন করে কি পারছে আমাদের মানবিক বিকাশ সামাজিক উন্নয়ন কিংবা পারিবারিক শান্তি ঘটাতে ?
মায়ের জন্য বাবার জন্য স্বামী স্ত্রী সন্তানের জন্য -নারীর জন্য আলাদা দিবস পালন করতে হবে কেন ?তাদের অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিটি দিনেই।
পশ্চিমাদের সন্তান বড় হয় সেভ হোমে। মা বাবার বয়স হলে রেখে আসে বৃদ্ধাশ্রমে -তারা বছরে একবার হলেও নিজের দায়িত্ব পালন করে। আর আমাদের দায়িত্ব পালন করতে হয় প্রতিটি দিনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ