সেসব নারীদের সম্মান করুন -যারা টিএসসি ,বইমেলার ছিপায়, সোরওয়ার্দীর উদ্যানে কিংবা শিল্পকলা একাডেমীর মাঠে সুখটান মারে। সেসব নারীদের সম্মান করুন যারা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দোকানে আড্ডাখানায় সিদ্ধিবাবার স্বার্ধ্য করে।
সেসব নারীদের সম্মান করুন যারা অশ্লীল দৃশ্যে অভিনয় করে সাংবাদিকের উল্টো প্রশ্ন করে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন করে ? সেসব নারীদের সম্মান করুন যারা নাটক সিনেমার খোলা মেলা দৃশ্যে অভিনয় করে নিজের চাহিদা বাড়িয়ে তুলে।
সেসব নারীদের সম্মান করুন -যারা নিজের ক্যারিয়ার গঠন করার জন্য প্রযোজন পরিচালক অফিসের বস কিংবা বন্ধুবান্ধবের সাথে বিদেশ ভ্রমন করে।
সেসব নারীদেরও সম্মান করুন যারা অফিসে কিংবা বাসা থেকে বের হবার সময় কাজের মেয়েদের তালাবন্ধ করে রেখে আসে। মাঝে মাঝে তাদের গায়ে আগুনের ছেঁকা দেয় -।
সেসব নারীদেরও সম্মান করুন যারা স্বামী রেখে পর পুরুষের মনরঞ্জনে ব্যস্ত থাকে এবং একাধিক বয়ফ্রেন্ড লালন পালন করে ,তাদের গিফট গ্রহন করে। যেসব নারীদের সম্মান করুন যারা দলীয় পদ পাবার আশায় নেতাকে খুশী রাখতে পারে।
সেসব নারীদের সম্মান করুন করুন যারা স্বামীদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা চাকরের মত ব্যবহার করে।
নইলে অবস্থা কিন্তু এরাম হবে ------------------।
0 মন্তব্যসমূহ