বিদ্যুৎ অফিসের জনৈক কর্মকর্তা গেল টঙ্গ দোকানে চা খেতে। দোকানদার তাকে বললো স্যার চা কি নিয়ে যাবেন নাকি বসে খাবেন ? নাকি দাড়িয়ে ? কর্মকর্তা অবাক হয়ে বললো -সেটাতো আমার ব্যাপার আপনাকে বলতে হবে কেন ?
তখন দোকানদার বললো -চা নিয়ে গেলে কাপ ২০ টাকা -বসে খেলে -১৫ টাকা দাঁড়িয়ে খেলে ১০ টাকা। কর্মকর্তা এবার অবাক হয়ে বললো -এটা আবার কেমন কথা ? একই চায়ের তিন মূল্য কি করে হয় ?
তখন দোকানদার বললো একই বিদ্যুৎ যদি -বাসায় ব্যবহার করলে এক রেট -দোকানে ব্যবহার করলে এক রেট আর কারখানায় ব্যবহার করলে এক রেট হতে পারে তাহলে আমার চায়ের বেলায় সেটা হলে দোষ কোথায় ? কর্মকর্তার তো আক্কেল গুড়ুম।
একই কথা মনে হয় হজ্জ ওমরার বেলায় প্রযোজ্য। আপনি যদি
সৌদিতে ঘুরতে যান তাহলে বিমান ভাড়া ৬০ হাজার। ওমরা করতে গেলে লাগে ১ লাখ আবার যদি হজ্জ্ব করতে যান তাহলে এক লক্ষ ৯৬ হাজার। এ ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব ?
কোন জিনিষের যখন দাম বেড়ে যায় তখন বলে -বিদেশের দিকে তাকান। সে দেশে কত আর আমাদের দেশে কত । আবার বিদেশের বেতনের দিকে যখন আপনি তাকাতে বলবেন -তখন আপনি কোন মতেই আর প্রিয় মানুষ থাকবেন না।এমনকি রুহ থেকে উঠেও যেতে পারেন।
0 মন্তব্যসমূহ