সৌদিতে ঘুরতে যান তাহলে বিমান ভাড়া ৬০ হাজার। ওমরা করতে গেলে লাগে ১ লাখ আবার যদি হজ্জ্ব করতে যান তাহলে এক লক্ষ ৯৬ হাজার।

 বিদ্যুৎ অফিসের জনৈক কর্মকর্তা গেল টঙ্গ দোকানে চা খেতে। দোকানদার তাকে বললো স্যার চা কি নিয়ে যাবেন নাকি বসে খাবেন ? নাকি দাড়িয়ে ? কর্মকর্তা অবাক হয়ে বললো -সেটাতো আমার ব্যাপার আপনাকে বলতে হবে কেন ?

তখন দোকানদার বললো -চা নিয়ে গেলে কাপ ২০ টাকা -বসে খেলে -১৫ টাকা দাঁড়িয়ে খেলে ১০ টাকা। কর্মকর্তা এবার অবাক হয়ে বললো -এটা আবার কেমন কথা ? একই চায়ের তিন মূল্য কি করে হয় ?

তখন দোকানদার বললো একই বিদ্যুৎ যদি -বাসায় ব্যবহার করলে এক রেট -দোকানে ব্যবহার করলে এক রেট আর কারখানায় ব্যবহার করলে এক রেট হতে পারে তাহলে আমার চায়ের বেলায় সেটা হলে দোষ কোথায় ? কর্মকর্তার তো  আক্কেল গুড়ুম। 

একই কথা মনে হয় হজ্জ ওমরার বেলায় প্রযোজ্য।  আপনি যদি


সৌদিতে ঘুরতে যান তাহলে বিমান ভাড়া ৬০ হাজার। ওমরা করতে গেলে লাগে ১ লাখ আবার যদি হজ্জ্ব করতে যান তাহলে এক লক্ষ ৯৬ হাজার। এ ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব  ?

কোন জিনিষের যখন দাম বেড়ে যায় তখন বলে -বিদেশের দিকে তাকান। সে দেশে কত আর আমাদের দেশে কত ।  আবার বিদেশের বেতনের দিকে যখন আপনি তাকাতে বলবেন -তখন আপনি কোন মতেই  আর প্রিয় মানুষ থাকবেন না।এমনকি রুহ থেকে উঠেও যেতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ