কোন মুসলমান মারা গেলে আমরা #ইন্নালিল্লাহ পড়ি। যার অর্থ দাঁড়ায় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরাও একদিন তার নিকট প্রত্যাবর্তন করব।
কোন প্রশংসা সূচক বিষয়ে আসলে আমরা বলি #আলহামদুলিল্লাহ। যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
ভবিষ্যতের কোন কাজের নিশ্চয়তার জন্য আমরা বলি #ইনশাআল্লাহ! যার অর্থ দাঁড়ায় আল্লাহ চাহে তো!কোন বিস্ময়কর বা আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা বলি #সুবহানাল্লাহ যার অর্থ দাঁড়ায় আমি আল্লাহর গুণ কীর্তন করিতেছি।
তেমনি ভাবে কোন মুসলমানের সাথে অন্য মুসলমানের দেখা হলে আমরা #সালাম দেই। যার অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। তবে ইংরেজদের দেওয়া স্যালুটের মধ্যে কি অর্থ মিন করে আমার জানা নেই।
কেউ কোন কাজের যাত্রা অথবা সূচনা করলে আমরা বলি #ফি_আমানিল্লাহ। যার অর্থ দাঁড়ায় আল্লাহর আমানতে সোপর্দ করলাম।
কোন খারাপ কাজ দেখলে আমরা বলি #নাউজুবিল্লা। যার অর্থ দাঁড়ায় আমি আল্লাহর নিকট তওবা করিতেছি।
এ গুলা অনেকেই ব্যবহার করে কিন্তু অর্থ জানে না। আর এগুলা ব্যবহার করলে কোন মুসলমান জংলি হয়ে যায় এই ধারণা যারা পোষণ করে তাদের মৃত্যুতে কি পড়া উচিত আমার জানা নাই।
যদি এদের কবরে সিসি ক্যামেরা লাগানো যেত তাহলে বুঝা যেত এদের পরকাল কেমন হয়।ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশে বহু বুদ্ধিজীবী.কবি সাহিত্যিক,নাট্যকার সাংবাদিক ,উপন্যাসিক মারা গেছে এখন এদের অস্তিত্বও নাই ভুলেও কেউ তাদের স্মরণ করেনা।
এদের মৃত্যুর খবর শুনে বেশির ভাগ মানুষই ইন্নালিল্রাহ পড়েনা। এদের জন্য আফসোস করা ছাড়া আমাদের কিছু্ই করার নেই।
0 মন্তব্যসমূহ