হিন্দু মুসলিম -খৃষ্টান বৌদ্ধ প্রতিটি খেলোয়াড়কে দেখেছি -কৃতিত্ব বা সাফল্য অর্জনের পর আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। যার অর্থ দাঁড়ায় সবাই একথা বুঝায় যে -উপরে এমন একজন আছেন যিনি সব কিছুর মালিক তার ইশারাতে সব কিছুই হয়। অথচ কষ্ট লাগে তখনই যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে -মুসলিম নাম ধারণ করে -খোদাকে অস্বীকার করে। নবী রাসুল কোরানকে অস্বীকার করে। যাদেরকে খাস বাংলায় বলা হয় নাস্তিক। আপনি লক্ষ্য করে দেখবেন -খৃষ্টান কিংবা হিন্দুদের চেয়ে মুসলমানদেরই সংখ্যা বেশি যারা বলে -there is no God । পৃথিবীতে ধর্ম মানেনা এমন মানুষের সংখ্যা নেহায়েত কমনা। আবার ধর্মে মানে কিন্ত ধর্মীয় রীতি নীতি পালন করেনা এমন মানুষের সংখ্যাই বেশি। এটা সব ধর্মেই আছে। পৃথিবীর সব লোক যদি নিজের ধর্ম মানতো তাহলে দেশে দেশে এত খুন খারাবি এত মারণাস্ত্র হত্যা ধর্ষণ লুণ্ঠন খাদ্যে ভেজাল অন্যের সম্পদ লুণ্ঠন হতনা। যার অর্থ দাঁড়ায় মানুষ ধর্ম মানে ঠিকই কিন্তু তা পালন করেনা। চীন এবং কোরিয়ার অনেক মানুষ আছে যারা জানেই না -ধর্ম নামক কিছু আছে। আবার অনেক আছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে কোন ধারনা রাখেনা। তারা যখনই কোন মুসলমানকে ধর্ম কর্ম পালন করতে দেখে তখনই অবাক হয়। কৌতুহল বশত জানতে চায় - কেন দিনে এতবার নামাজ পড়ে -কেন উপবাস থাকে। কেন আযান দিতে হয় । কেন মহিলাদের পর্দা করতে হয় ? কেন মদ খাওয়া যাবেনা -কেন অশ্লীলতার পথে পা বাড়ানো যাবেনা। পৃথিবীর একমাত্র দেশ উত্তর কোরিয়া যেখানে ধর্ম পালনেও কঠোর নিষেধাজ্ঞা আছে। একমাত্র দেশ জার্মান যেখানে সব ধরনের নাস্তিকদের ভরন পোষনের ব্যবস্থা করা হয়।তাই দেখবেন বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যত নাস্তিক আছে সবার আস্তানা হয় জার্মানিতে।
0 মন্তব্যসমূহ