অমিতাভ বচ্চন তখন পেপসির বিজ্ঞাপন করছিলেন। একদিন বিশেষ অতিথি হয়ে গেলেন এক স্কুলের অনুষ্ঠানে। ছোট একটি বাচ্চা তাকে বললো -আন্কেল -আপনি মানুষকে পেপসি খেতে বলেন কেন ? পেপসি খেলেতো শরীরের ক্ষতি হয়। অমিতাভ অবাক হয়ে বললেন -বেটা তোমাকে এ কথা কে বলেছে ? বাচ্চাটি তখন বললো ,আমার টিচার। বচ্চন চিন্তায় পড়ে গেলেন এক ডাক্তারকে জিজ্ঞাসা করলেন। ডাক্তার বললেন হ্যাঁ এটাই সত্যি। এরপর থেকে অমিতাভ নিজকে পেপসির বিজ্ঞাপন থেকে সরিয়ে নিয়েছেন।
বিরাট কোহলিও নিজের নামটি সরিয়ে নিয়েছেন পেপসির বিজ্ঞাপন থেকে। রনবীর কাপুরকে ০৯ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে ফেয়ার এন্ড হ্যান্ড-সাম এর বিজ্ঞাপন করার জন্য -তিনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন -এতে বর্ণ বৈষম্য তৈরি হয় বলে।
আমাদের দেশে এ ধরনের নজির খুব কম আছে যে -বিজ্ঞাপনের প্রস্তাব আসলে সেটার গুনগত মান কিংবা ক্ষতি কারক প্রভাবের কথা চিন্তা করে প্রস্তাব ফিরিয়ে দেয়া। নাসির গোল্ড নামক একটি সিগারেটের বিজ্ঞাপন করে জাহিদ হাসান ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। এরপর জাহিদ হাসানের অনুরোধে সে বিজ্ঞাপনের প্রচার এবং বিলবোর্ড সরিয়ে নেয়া হয়।
অনেক আগের কথা -নায়িকা চম্পাকে বিরাট অংকের টাকার অফার করা হয়েছিল -কনডমের বিজ্ঞাপন করার জন্য। তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন।নিজের ইমেজের কথা চিন্তা করে।
এখনকার তারকাদের কথা আলাদা -প্রচারের দরকার -টাকার দরকার -তাই কনডম ,ন্যাপকিন-হার-পিক থেকে শুরু করে এমন কোন কিছু নেই যে -তারা ডাক পেলে না করবেন। খেলার সময় যে হারে ন্যাপ-কিনের বিজ্ঞাপন প্রচার করা হয় -তাতে মনে হয় খেলার সময়ই মানুষের এ গুলোর দরকার হয় বেশি।
কোমল পানীয় যত গুলো আছে -তার মধ্যে টাইগার -হান্টার -স্পিড পাওয়ার ব্লাক হর্স -সহ এ ধরনের একাধিক পণ্য আছে যে গুলো কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। আজ পর্যন্ত কোন চিকিৎসককে বলতে শুনিনি এগুলো মানুষের শরীরের কোন উপকারে আসে।
এরপরও এ গুলোর প্রচার এবং পণ্যের বিজ্ঞাপন হচ্ছে দেদারছে। বর্তমানে টিভিতে শুধু সিগারেটের বিজ্ঞাপন প্রচার হয়না। এ ছাড়া ন্যাপকিন থেকে উড়োজাহাজ পর্যন্ত সব কিছুরই বিজ্ঞাপন প্রচার হয়। আসলে ভালো পণ্যের বিজ্ঞাপন বেশি দরকার নাকি খারাপ পণ্যের। এটার উত্তর আমরাও জানা নেই।।
.jpg)
0 মন্তব্যসমূহ