প্রতিটি মৃত্যুই আমাদেরকে জানিয়ে দেয় সবাইকে খালি হাতে ফিরতে হয় দুনিয়া থেকে।


 মিডিয়ার কোন মানুষের মৃত্যু হলে সবাই দ্রুত জানে বা আফসোস করে। কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশে বহু লোক মারা যায় হয়তো আমরা তার খবর রাখিনা বা রাখার প্রয়োজনীয়তাও অনুভব করিনা।

অভিনেতা রাজিব যখন মৃত্যু শয্যায়। তখন নায়ক মান্না তাকে দেখতে গিয়ে বলেছিলেন এই পৃথিবী আমার কাছে খুবই তুচ্ছ মনে হয় মৃত্যুর চেয়ে বড় সত্য আর পৃথিবীতে কিছুই নেই। সে মান্নাও হার্ট অ্যাটাক করে কয়েক বছরের মাথায় মারা যায়।। হুমায়ুন ফরিদী মারা যাওয়ার পরে এটিএম শামসুজ্জামান অনেক স্মৃতি রোমন্থন করেছিলেন সেও আজ পৃথিবীতে নেই।।
অভিনেত্রী তাজিনের মৃত্যুর পরে হুমায়রা হিমু অনেক কেঁদেছিলেন। অনেক আফসোস করেছিলেন তাজিনের জন্য। সে হুমায়রা হিমু কয়েক মাস আগে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
তার মৃত্যুতে অভিনেতা রুমি ভাই অনেক স্মৃতি রোমন্থন করেছেন অনেক আফসোস করেছেন। পরিচালক নোমান ভাই ছিলেন রুমি ভাইয়ের বন্ধু। সেও কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।
অভিনেত্রী সীমা কিছুদিন আগে একটি চ্যানেলে হুমায়রা হিমুর জন্য অনেক আফসোস করেছেন। আজ সেও চলে গেল।
আসলে মৃত্যুর কাছে আমরা সবাই বড় অসহায় । কে কখন চলে যায় কার কখন ডাক পড়ে কেউ জানে না। প্রতিটি মানুষ পৃথিবীতে একা আসে আবার একাই যায়। একান্ত পরিজন কিংবা কাছের মানুষ ছাড়া মৃত্যুর পরে কেউ আর তাকে স্মরণ করে না। সবাই তাকে ভুলে যায় দুদিন পরে।
এই জগত সংসার টাকা পয়সা গাড়ি বাড়ি পুরষ্কার ক্যারিয়ার ফ্যান ফলোয়ার পরিচিতি সম্মান বন্ধুবান্ধব কিছুই কারো সঙ্গী হয় না। একমাত্র মহত কর্ম কিংবা নেক আমল ছাড়া।
আসলে প্রতিটি মৃত্যুই আমাদেরকে জানিয়ে দেয় শুণ্য হাতে পৃথিবীতে আমাদের কাঙ্খিত আগমন আবার হটাত করেই শুন্য হাতে পৃথিবী থেকে গমন।
এই মাটির কায়া মাটির ছায়া কিছু রবে না খাঁচা ছেড়ে গেলে পাখি হবে অচেনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ