আয়না ঘরের কথা-
২০২১ সালে নেত্রোনিউজ থেকে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় ALL MEN FOR HASINA শিরোনামে। এখানে দেখানো হয় জেনারেল আজিজ এর দুই ভাই -ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আনিস ও হারিসকে মুক্তি দেবার বিনিময়ে আওয়ামীগকে ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার সুযোগ করে দেন । পরবর্তীতে জেনারেল আজিজের সহযোগীতায় তারা দেশ ত্যাগ করেন এবং বিদেশে গিয়ে (সুইডেনে) এক ভাই দেশ ত্যাগ করেন। আরেক ভাই সেনাবাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ কেনার কাজে মধ্যস্তথার শুরু করেন।এক ঘন্টার এ বিশেষ প্রতিবেদন তৈরি করতে তাদের সময় লেগেছে প্রায় ০৮ বছর। এতে নেত্রোনিউজ ছাড়াও ডয়েসএফএল-বিবিসি -আল জাজিরা সহ একাধিক বিদেশী বাংলা ও ইংরেজি চ্যানেলের প্রতিনিধগন অংশ গ্রহন করেন। যাতে মুল ভূমিকা পালন করেন দুজন প্রবাসী বাংলাদেশী একজন ইংল্যান্ডের নাগরিক । এ নিউজটিতে যেমন আজিজ এর ভাই আনিসের সাথে গোপন বৈঠকের চিত্র ধারণ করা হয় তেমনি জেনারেল আজিজ এর সিঙ্গাপুরে সরকারী সফরে গিয়ে ভাইদের সাথে গোপন বৈঠকও (সুইডেনে) গোপন ভিডিও ধারন করা হয়। এতে কয়েকটি বিয়ষ স্পষ্ট ভাবে তুলে ধরা হয়-
১.দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামীর ভাই্ হয়েও বিশেষ শর্তে সেনা প্রধান হওয়া।
২. নিয়ম ভেঙ্গে রাষ্ট্রপতি কর্তৃক সাজা মওকুপ।
৩.দন্ড প্রাপ্ত আসামী হওয়া সত্বেও একদিনের মধ্যে নতুন পাসপোর্ট তৈরি।
৪.ভিসা ছাড়া ইন্ডিয়া গমন এবং ইন্ডিয়ার র এর কাছে তার তিন মাস অবস্থান।
৫.ভাইদের বিদেশে যেতে সহযোগীতা করার জন্য ভারতকে বাড়তি কিছু সুযোগ সুবিধা প্রধান।
৬.২০১৮ এর নির্বাচনে সেনাবাহিনীর নীরব ভুমিকা পালন।
৭.সরকারী টাকায় বিদেশ গিয়ে নিজস্ব ব্যবসা বানিজ্য পরিচালনা এবং সরকারী চাকুরী করা অবস্থায় ভাইয়ের সাথে সেনাবাহিনীতে ইসরাইল থেকে আড়ি পাতা যন্ত্র কেনা।
৮.জেনারেল আজিজ এর নির্দেশে ভিন্ন মতালম্বী রাজনীতিবীদ এবং সেনা অফিসারদের বছরের পর বছর ধরে আয়নাঘরে বন্দী--সহ কয়েকটি বিষয়।
এটা নেত্রোনিউজে প্রচারিত হবার পরে -আলজাজিরা থেকেও প্রচারিত হয়। আমেরিকা এটা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষন করলে তারা বিষয়টি এড়িয়ে যান। তাছাড়া আমাদের স্বরাষ্টমন্ত্রী এবং জেনারেল আজিজ পুরো বিষয়টি অস্বীকার করেন । সর্বশেষে সেসব সাংবাদিকদের বাড়ী ঘর ভাঙ্গচুর এবং শিবির তোকমা প্রদান করা হয়।
পরবর্তীতে ডয়েসএফএলে এটি নিয়ে সাংবাদিকদের সাক্ষাতকার নেন মহিউদ্দীন আহমেদ। সেখানেই প্রথম আলোচনায় প্রাধান্য পায় এই আয়নাঘরের বিষয়টি। এ নিয়ে শুরু অনুসন্ধানী প্রতিবেদন।
(আগামী পর্বে)

0 মন্তব্যসমূহ