#কেউ কি ভেবেছিলেন এবারের #১৫ই_আগস্টের ছুটিটা এভাবে বাতিল হয়ে যাবে ? যদি ভেবে থাকেন তাহলে আপনি বিচক্ষণ দেখা হলে বুকে জড়িয়ে নিব।
# কেউ কি ভেবেছিলেন মাত্র ০৫ দিন আগে যার বিরুদ্ধে #৬৪৬_কোটি টাকার জরিমানা দেবার জন্য আদালত কর্তৃত্ব নির্দেশনা দেয়া হয়েছিল। আবার সে টাকা দেওয়াতো দূরের কথা এখন তিনিই হয়ে যাবেন -দেশের #সরকার_প্রধান ? এটাও যদি ভেবে থাকেন তাহলে আপনার সৌজন্যে একটা পার্টি হবে।
#কেউ কি ভেবেছিলেন -#ঢাকা_বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র এত কম বয়সে সরকারের উপদেষ্টা হবেন? যারা পিকেটিং করতে গিয়ে পুলিশের মার খেয়েছে -পুলিশ তাদের উপর গুলি চালিয়ে ধমিয়ে রাখার চেষ্টা করেছে। #ডিবি নামক যমদূত গুলো তাদের বাসা থেকে পাখির মত ছো মেরে তুলে নিয়ে ০৫/৬ দিন #আবদ্ধ রেখেছে । আর তারাই এখন #সরকারের #উপদেষ্টা_পরিষদের স্থান পেয়েছে ? না আপনার মত আমিও ভাবতে পারেনি এমনকি ০১ দিন আগেও ।
#কেউ কি ভেবেছিলেন #অন্ধকার_জীবন শেষ করে ১২ বছর পর #গুম হওয়া ব্যক্তি হটাত ফিরে আসবে ? #আয়নাঘর নামক একটা সরকারী টর্চার সেল জনসম্মুখে বেরিয়ে আসবে ? না আপনি এটা বিশ্বাসও করেননী সরকারী ভাবে কোন দেশে এভাবে কিলিং জোন আছে । মনে মনে #আমেরিকাকে একবার হলেও গালি দিয়েছিলেন।
#কেউ কি ভেবেছিলেন #জামাত #বিএনপি-বাদ দিয়ে একটা #তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে দেশে এবং সকল #নির্যাতিত মানুষের দোয়া আল্লাহ এত দ্রুত কবুল করে নিবেন ?
হয়তবা ভেবেছেন -#সামরিক_বাহিনী হটাত করেই ক্ষমতা দখল করে নিবে। নয়তো ভেবেছেন আমেরিকা একটা কিছু ঘটিয়ে আপনাদের ১৫ বছরের দূর্বিষহ জীবন থেকে মুক্তি দিবে। কিন্তু যা হয়ে গেছে তা হলো-ঐ সমস্ত পিতার আর্তনাদ -যারা বলেছিলেন হে আল্লাহ এই জালিমের পতন না দেখানো পর্যন্ত আমার মৃত্যু দিওনা।
0 মন্তব্যসমূহ