আওয়ামীলীগ আমলে সব নির্বাচনই অবৈধ তবে মেয়র নির্বাচন ছাড়া -------


গত দুদিনে আওয়ামীলীগের ভাই বন্ধুদের খুশী আর ফেসবুকে টেটাস দেখে নিজেই লজ্জা পাচ্ছিলাম।তারা বলাবলি করতে ছিল -বিয়ে যদি অবৈধ হয় -তাহলে সন্তান কিভাবে বৈধ হয় ?
মেয়র নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১১ ফেব্রুয়ারিতে। শপথ দায়িত্ব গ্রহণ মিলিয়ে যদি ১৫ দিন বা ফেব্রুয়ারি মাস পুরাটাই ধরি তাহলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যায়। ২০২৫ এর মে-তে এসে শপথ নিলে সেটা বৈধ হচ্ছে কিভাবে কিংবা এটার মেয়াদও-বা কতদিন ?
এ স্বপ্ল সময়ের জন্য দুধের স্বাধ ঘোলের মেটানোর চেয়ে আসছে নির্বাচনে তিনি প্রার্থী হলেতো বিপুল ভোটে যেমন জয়ী হবার সম্ভাবনা ছিল মেয়র সাহেবের -তেমনি মেয়াদও থাকতো ০৫ বছর কিন্তু এখন ?
গত কয়েক বছরে ইশরাকের সাহস -তেজস্বী বক্তব্য -নেতৃত্ব -ত্যাগ -বলিষ্ঠ ভূমিকা -বিএনপির তৃনমূল নেতা কর্মীদের উৎসাহ যুগিয়েছে।তারা মনে করতো #সাদেক_ হোসেন_খোকার যোগ্য উত্তরসূরী তিনি।
এরাই একদিন বিশ্ব-দরবারে বাংলাদেশের নেতৃত্ব দিবে ,মাথা উঁচু করে বলবে -বাংলাদেশে শেরেবাংলা #ফজলুল_হক, হোসেন_সোরওয়ার্দী. মাওলানা #ভাসানি ,#শেখ_মুজিব ,#মেজর_জিয়া ,#কর্নেল_ওসমানী, #মেজর_জলিল ,আ.স.ম #আব্দুর _রব নেই-তো কি হয়েছে আমরাতো আছি।
কিন্তু আমার সে ধারনা ক্রমেই ফিকে হয়ে আসছে। মাহি বি চৌধুরী নিজ উদ্যোগে নাম প্রত্যাহার করে নিয়েছে। তাবিত আউয়াল রাজনীতিবিদ থেকে হয়ে গেছে ব্যবসায়ী।
পুরো ঢাকা শহরকে অচল করে দিয়ে -সরকারকে জিম্মি করে -ইশরাক হোসেন বুঝিয়ে দিলেন ক্ষমতার জন্য রাজনীতি। জনতার জন্য নয়। শেখ হাসিনার আমলে সব নির্বাচনই অবৈধ শুধু ২০২০ এর মেয়র নির্বাচন ছাড়া ।এজন্যই হয়তো শাকিব খাঁন বলেছিলেন সন্তান আমার কিন্তু বৌ আমরা না।
নির্বাচন প্রত্যাখ্যান করেও ২ লাখ ভোট পিছিয়ে থেকে -নিজস্ব জজ ব্যারিস্টার দিয়ে রায় নিজের করে নেয়া যায়।নামের পাশে সাবেক শব্দটি ব্যবহার করার জন্য দলকে এভাবে ব্যবহার আমাদের কি শিক্ষা দেয় ? এমন বিএনপির জন্যই গত ১৬ বছরের আন্দোলন ? চাচা মুই অহন যামু কুম্ভে -সবইতো দেখি কানার হাঁট বাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ