সকালে বিটিভির একটা প্রতিবেদন দেখে চোখ আটকে গেল। যদিও বিটিভি চ্যানেল থেকে আউট করে দিয়েছি অনেক আগেই।তবুও আগস্ট এর পর থেকে মাঝে মাঝে চোখ বুলানোর জন্য সিরিয়ালে এন্ট্রি দিয়ে রেখেছি।
প্রতিবেদন দেখে বিশ্বাস হচ্ছিল-না যে -এ ধরনের প্রতিবেদন বিটিভি করতে পারে। কারণ বিটিভির জন্ম হয়েছে সরকারের মুখপাত্র হিসাবে কাজ করার জন্য।
প্রতিবেদনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে।বিগত সরকারের পিও বিচি -আখতারুজ্জামান সাহেব -প্রায় হাজার খানেক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন তুগলঘী কাণ্ড ঘটিয়ে।
বিশ্ববিদ্যালয়ে সহকারী-প্রভাষক পদে আবেদন করতে হলে এস.এস.সি ও এইচ এস-সিতে নুন্যতম যোগ্যতা লাগে সিজিপি ৪.৭৫।বাট উনি একাধিক আত্মীয় স্বজন এবং দলীয় লোকজনকে নিয়োগ অনুমোদন করেছেন -সিসিপি ৩.৫০। সিজিপি ৫.০০ পেয়েও যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল করে পুরো প্রশাসনকে জয়বাংলা বানিয়ে দিয়েছেন। নাট্যকলা বিভাগে প্রভাষক নিয়োগ দিয়েছেন -যিনি পাস করেছেন ইসলামিক স্টাডিজ নিয়ে। সমাজ-কল্যাণ বিভাগের সহ প্রভাষকের সার্কুলার থাকলেও শিক্ষককে নিয়োগ দিয়েছেন প্রভাষক হিসাবে। উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ দিয়েছেন যিনি জীবনেও উর্দু পড়েননি এমনকি ইতিহাস নিয়ে পাস করা শিক্ষককে।
এ ব্যাপারে প্রশাসন বিভাগে নথি তলব করা হলে তারা জানায় সব কিছুই তারা করতে বাধ্য হয়েছেন -বিচির নির্দেশে এ ব্যাপারে তাদের কিছু করার নেই।
একাধিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থেকে মাসের পর মাস বেতন নিয়েছেন -এমনকি বিদেশে থাকা অবস্থায় বেতন বোনাস উঠিয়ে নিয়েছেন শুধুমাত্র ভিসির আস্থা-ভাজন হওয়াতে।
নিয়ম বহির্ভূতভাবে একাধিক শিক্ষকের বেতন আটকিয়ে দিয়েছেন -জামাত বিএনপির তকমার কারণে কিংবা সরকারের আস্থা অর্জনের জন্য।
এ ব্যাপারে শিক্ষকদের সমন্বয়ে ইতোমধ্যে ০৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা তদন্ত শেষে বর্তমান ভিসির কাছে প্রতিবেদন জমা দিবেন । তারপরে হয়তো সেটা দুর্নীতি দমনে যাবে -এরপর মামলা। পুরো বিষয়টি তদন্ত এবং বিচার প্রক্রিয়ার আগে যদি মনে করেন নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে -তাহলে আগামীর ভিসিও একই কায়দা -তার রাজত্ব কায়েম করবেন। এই ভিসিই -বিশ্ববিদ্যালয় এলাকায় মেয়েদের নির্যাতন -ছাত্রদের রক্তাক্ত করার ভিডিও দেখার পর বলেছিলেন -এটা দেখা উনার কাজ না এটা আইনের কাজ। উনিই সে ব্যক্তি যিনি সরকারের মুখপাত্র হয়ে প্রথম আলো বন্ধ করার মিছিলে সামিল হয়েছেন । ইনিই সে লোক যিনি ছাত্রলীগের সকল অপরাধের সময় চোখ বুঝে থাকতেন। এখন কি ব্যাপারটা ক্লিয়ার যে -ভিসি কেন সরকারকে অন্ধভাবে এত সমর্থন দিতেন ? নাকি আরো লিখতে হবে ?
0 মন্তব্যসমূহ