হাজার হাজার মাইল দূর থেকে উড়ে এসে যুক্তরাষ্ট্র কেন মধ্য প্রাচ্যে তাদের ঘাটি গেড়ে বসে আছে ? এর উত্তর জানা আছে কারো ?
উত্তর হচ্ছে কয়েকটা :-
১. আরবের লোভী শাসকদের সামনে মুলা ঝুলিয়ে রাখা ।
২. নিজেদের অস্ত্র বিক্রিটা বাজারটা ধরে রাখা ।
৩. কম দামে তৈল কিনে যুক্তরাষ্ট্রের বাজার চাঙ্গা রাখা।
৪. আধিপত্য বিস্তার এবং
৫. ইসরাইলকে প্রতিষ্টা করা।
## যুক্তরাষ্ট্র আরবের ক্ষমতালিপ্সু মুসলিম শাসকদের এ কথা বুঝানো হয় যে -তুমিই শ্রেয়। আমরা তোমার বন্ধু তাই আমরা চাই আমৃত্য তুমি/তোমার পরিবার ক্ষমতায় থাকুক।তোমাকে কেউ যেন ক্ষমতা থেকে না নামাতে পারে এর জন্য আমাদের উপস্থিতী তোমার ক্ষমতাকে পাকাপোক্ত করবে। এ টোপ সহজে গলঃধরন করে -রাজা বাদশা-রা।
##যেহেতু অনেক দেশই অস্ত্র উদপাদনে সক্ষম না যেহারে তারা জুব্বা বানাতে পারে আর ধুম্বা খেতে পারে -তাই যুক্তরাষ্ট্র তাদেরকে তৈলের বিনিময়ে অস্ত্র দেয়। আর অস্ত্রের ব্যবহার, দীর্ঘ মেয়াদি সৈন্যদের প্রশিক্ষন এবং বহিঃশক্রুর মোকাবেলার জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সৈন্যদের ঘাটি তৈরি করতে দেয়।
## যুক্তরাষ্ট্র যেসব দেশে সামরিক সাহায্য দেয় -সেসব দেশ থেকে তারা বিনিময় দীর্ঘ মেয়াদি অপরিশোধিত তৈল আমেরিকায় নিয়ে যায়। এসব তৈলের ঘাটির পাহারা, সরবরাহকারী জাহাজ এবং সমুদ্রে নির্বিঘ্নে যাতায়াতের জন্য তাদের নিজস্ব একটা ফোর্স সেটা মনিটরিং করে। যার জন্য বিভিন্ন দেশের তাদের ঘাটির প্রয়োজন হয়।
#ভৌগলিক দিক থেকে মধ্য প্রাচ্য আমেরিকার কাছাকাছি হওয়ায়,আমেরিকা মনে করে - তারা কোন রকম ছাড় দিলে চীন ও রাশিয়া বাজার দখল ফেলবে। তাই তারা যে কোন মুল্য এবং মধ্যে প্রাচ্যের দেশগুলোর যে কোন বিপদে সবার আগে এগিয়ে আসে।যার কারনে তারা এসব দেশ থেকে নানান অযুহাতে অবস্থান তৈরি করে।
##যুক্তরাষ্ট্র মধ্য প্রাচ্যের কোন দেশকেই বিশ্বাস করেনা। তারা একমাত্র ইসরাইলকে বন্ধু মনে করে। তাই ইসরাইলের জন্য সাত খুন মাপ দৃষ্টি নিয়ে -ইসরাইলকে তাদের এজেন্ট হিসাবে প্রতিষ্টা করার চেষ্টা করে। মুলত এ জন্যই মধ্য প্রাচ্যের দেশ গুলোতে ১৩ টি ঘাটিতে ৪০ হাজার সৈন্য, যুদ্ব বিমান, অস্ত্র ও গোলা বারুদ মজুদ করে রেখেছে।
যার জন্য তারা বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বহু দেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করেছে। এসব ঘাঁটি শুধু যুদ্ধ পরিচালনার কেন্দ্র নয়; বরং প্রশিক্ষণ, নজরদারি, গোয়েন্দা আদান-প্রদান এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যবহৃত হয়।
0 মন্তব্যসমূহ