সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে -মায়ের দোয়া টিমের বিমান - বাংলাদেশেই ল্যান্ড করেছে ইউক্রেনে নয়। জানামতে -দর্শকরা শুধু গালি ছুড়েছে -কিন্তু একটা পঁচা ডিমও ছুড়েনী কারণ ডিম আমেরিকাতেই সস্তা বাংলাদেশে ৫৫ টাকা হালি। এরপরও আপনি দর্শকদের খারাপ বলবেন ?
#সাইফ_হাসান ০৪ ওভার বল করে ০৬ রান দিয়েছে উইকেট নিয়েছে ০৩টা। এর চেয়ে বড় ইকোনী বোলিং আর কি হতে পারে ?
#মেহেদি_মিরাজ বুঝে গেছেন তার ক্যাপ্টেন্সীর জন্য বড় হুমকি হতে পারেন এই সাইফ হাসান। তাই তাকে আর বল করতে দেননি। এমনকি ১৯তম ওভারে নাহিদ রানা যখন এক বল করে মাঠ ছেড়েছে তখন মিরাজ নিজে বল করে -তিনটি ছক্কা এবং একটি চার হজম করেছে।
# প্রশ্ন হচ্ছে সাইফ হাসান থাকতে কেন মিরাজ নিজ হাতে বল তুলে নিলেন? সাইফকে দিয়ে কেন বাকী চার ওভার বল করানো হলনা ?
#নাহিদ_রানা টেস্টের জন্য ভালো খেলোয়াড় হতে পারেন কিন্তু ওয়ানডের জন্য সে কখনও তাসকীন কিংবা সাইফুদ্দিন এর চেয়ে বড় অপশন নয়।
#নাঈম-শেখ টি-২০ এর জন্য বড় খেলোয়াড় হতে পারে কিন্তু ওয়ানডের জন্য #তানজীদ_তামীম কিংবা #পারভেজ_ইমনের চেয়ে বড় অপশান নয়।
#রিশাদ_হোসেন ভালো করেন সত্য -কিন্তু #নাসুম কিংবা #শেখ মাহদিকে বসিয়ে রেখে প্রতিটি ম্যাচেই রিশাদকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটাতো প্রমাণিত হলো।
কবি বলেছেন -
লর্ড শান্ত , শামীম পাটোয়ারী কিংবা মিরাজের ব্যাটিং নিয়ে যদি তুমি কোন কথা বল তাহলে তোমার চাকুরী থাকবেনা। তাই ভয়ে চুপসে গেলাম।
তবে একটা কথা না বললে বদ হজম হবে -রাষ্ট্রের টাকা খরচ করে বিসিবি আপনাদের দিনের পর দিন মাসের পর মাস প্রশিক্ষণ দেয় -কোচদের বেতন দেয়-কোটি কোটি টাকা - আপনাদের মাসে মাসে বেতন দেয় লাখ লাখ টাকা -আপনারা বিদেশের মাটিতে গেলে বউ পোলাপাইন নিয়ে মার্কেটিং করে নিয়ে আসেন -দেশের মানুষ বিনিময়ে আপনাদের কাছ থেকে খেলা ছাড়া আর কি চায় ?
আপনারা নিজের টাকা খরচ করেতো বিদেশ যাননি -তাই গালিটাই জনগণের অধিকার এবং আপনাদের প্রাপ্য।নিজের টাকা খরচ করে- #সাকিব #নাসির #সাব্বির এর মত ফ্রাইন্সাইজি খেলে আসেন -ভালো মন্দের ব্যাপারে আপনাকে কেউ কোন প্রশ্ন করবে না। কিন্তু রাষ্ট্রের টাকা খরছ করে ডাব্বা মারলে দর্শকতো দু কথা বলতেই পারে -এটা আপনাদের হজম না করে কোন উপায় নেই।
0 মন্তব্যসমূহ