খুনির প্রকাশ্যে ফাঁসি দাও -চাঁদাবাজের হাত কেটে দাও -ধর্ষকের নুনু কেটে দাও -ঘুষ খোরের গায়ে গরম পানি ঢাল চাকুরী চ্যুত কর মাথার চুল কামিয়ে ন্যাড়া করে দাও মানুষ জানুক ঘুষ নেবার কারণে তাকে ন্যাড়া করা হয়েছে । দেখ তিন মাসের ভেতরে দেশে কোন ধর্ষণ খুন কিংবা চাঁদাবাজির ঘটনা ঘটে কিনা ?
কিন্তু তোমরা তা করবেনা। কারণ তোমাদের আশেপাশেই থাকে ধর্ষক, খুনি ঘুষখোর চাঁদাবাজরা । এরা না থাকলে তোমরা একা হয়ে যাবে দল চালাতে পারবে না।তোমাদের চরিত্রকে ফুলের মত পবিত্র করার লোক পাবেনা।
গত ১০ বছরের ইতিহাস ঘেঁটে দেখ -মধ্য প্রাচ্যের কোন দেশে খুন হয়েছে কিনা ,ধর্ষণ হয়েছে কিনা ? হয়নি -কারণ তারা বিচার কিংবা পরিণতিকে ভয় পায় , জানে তাদের পক্ষে কোন উকিল পাবেনা বিচারকও ঘুষ খাবেনা।
বস্তুত বাঙ্গালী ,পাকিস্তানী ,ভারতীয় ,সুদানি -শ্রীলঙ্কান দ্বারা কিছু খুনের ঘটনা ঘটেছে বিচারে খুনির মৃত্যুদণ্ডও হয়েছে তাই মধ্যে প্রাচ্যে মানুষকে খুনের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়না। বিচারের জন্য গন-দাবী উঠেনা। কাউকে দল থেকে বহিষ্কার করতে হয় না । কোন খুনির পক্ষে আদালতে উকিল দাঁড়ায় না-ধরা পড়লে তার জামিন হয়না। কোন রাজনৈতিক দলে খুনিদের জায়গা দেয়না।
কারণ বিচার ব্যবস্থা যেখানে কঠোর সেখানে অপরাধ প্রবণতা কম। আর যেখানে আইনের ফাঁক আছে -ঘুষ আছে দুর্নীতি আছে -চাঁদাবাজ আছে-খুনির পক্ষে উকিল আছে যেখানেই অপরাধ প্রবণতা বেশি।
তুমরা বলো -টাকা থাকলে বেশ্যা কেনা যায় -আর আমি বলি -টাকা থাকলে উকিলও কেনা যায়। এজন্য উকিল আর বেশ্যার মধ্যে কোন পার্থক্য নেই।
এ দেশে বিশ্বজিতের পক্ষে উকিল আদালতে দাঁড়ায়নি ? অপরাধীদের জামিন হয়নি ? এদেশে আবরারের খুনিদের পক্ষে উকিল দাঁড়ায়নি ? আসামীদের জামিন হয়নি ? এ দেশে ১১ খুনের পক্ষে আদালতে উকিল দাঁড়ায়নি ? আসামীদের জামিন হয়নি ?রিমি-সিমি- তাজনীন -নুসরাত -বুশরার খুনিদের পক্ষে আদালতে উকিল দাঁড়ায়নি ?
এদেশে ২০০৬ এ লগী বৈঠার মিছিল হয়নি ? লাসের উপর দাঁড়িয়ে মানুষ বুনো উল্লাস করেনি ? করেছে কিন্তু, মামলা কিংবা বিচার হয়নি কারন মানুষের মৃত্যুও মিথ্যা হয়ে যায় রাজনৈতিক কারনে।
এদেশে রাষ্ট্রীয় মদদে বিনা বিচারে হত্যাকাণ্ড কিংবা ক্রসফায়ার হয়নি ? এ দেশে রাজনৈতিক কারণে মানুষ গুম হয়নি ? ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত মানুষকে হত্যা করা হয়নি ?
হয়েছেতো । কারণ এদেশের রাজনীতি আইন এবং বিচারবিভাগ কেউ হত্যা খুন ধর্ষণ বন্ধ হবার পক্ষে নয়। সবাই এ সবের নিন্দা করে সত্য কিন্তু নিজেদের স্বার্থে আইন করে বন্ধ করার পক্ষে কেউ রাজি নয়।
0 মন্তব্যসমূহ