খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা কিংবা বাড়ী উচ্ছেদের সময় কোথায় ছিলেন রুমীন ফারহানা এবং ফজলু চাচা ।


 সরল মনে একটা প্রশ্ন জাগে -

২০১৫ সালে বাংলা মটরে খালেদা জিয়ার গাড়ী বহরে যখন হামলা হলো -তখন আওয়ামী লীগের এমন কোন নেতাকে পাওয়া গেলনা -যারা বলেছে -এটা ঠিক হয়নি কিংবা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বরং সবাই জয়বাংলা উলুধ্বনি দিয়েছে। 

পক্ষান্তরে ২০২৫ সালে ধানমন্ডির ৩২ নাম্বার যখন ভাঙ্গা হলো -তখন বিএনপিতে দুজন লোক পাওয়া গেল -তারা শুধু প্রতিবাদ করেনি -হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলে -উষ্মা  করেছেন। আসলে পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে এবং রাজনীতিতে ভদ্র লোক আছে মনে হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য #ব্যারিস্টার_রুমীন_ফারহানা ও বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব #ফজলুল_হকের_প্রতি আমার জিজ্ঞাসা আইচ্ছা -ক্যান্টনমেন্টের বাড়ী থেকে যখন একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রীকে -এক কাপড়ে জোর করে বের করে দেয়া হলো -পরবর্তীতে সে বাড়ী ভেঙ্গে দেয়া হলো -তখন কি আপনাদের হৃদয়ে কিঞ্চিত পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল.প্রতিবাদ কি করেছিলেন,  কোন চ্যানেলে বসে  ?

আসলে বিএনপিতে আপনাদের মত আওয়ালীলীগের প্রতি কোমল হৃদয়ের মানুষ পাওয়া যায় বটে কিন্তু আওয়ামীলীগে আপনাদের মত বিএনপির প্রতি নমনীয় ভাবের লোক পাওয়া যায়না। খুবই হৃদয় বিদারক ব্যাপার। 

বলা বাহুল্য -ঘটনা বহুল দু জায়গাতেই পুলিশের উপস্থিত ছিল কিন্তু উপরের নির্দেশ না পাওয়ায় তারা দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। কারন পুলিশ জনগনের বন্ধু । তাই বন্ধুত্ব নষ্ট হোক এমন কোন কাজ পুলিশে করতেই পারেনা। 

যার জন্য  পুলিশের মত আমরাও রাজনীতিতে নীরব দর্শক , বলি কম শুনি বেশি। বুঝি কম তাই শুধু দেখেই যাচ্ছি-আপ্নাদের তিলিছমতি কারবার।  

আইচ্ছা  রুমীন আপা -আপ্নে বিএনপির এম্পি হয়ে বিগত সরকারের আমলে হাসিনা আপার কাছে পূর্বাচলে  প্লটের আবেদন করলেন কেল্যা ? যদি আপনাকে প্লট দিত তাহলে এখন কি সেটা রাখতেন নাকি দল ?

ফজলু চাচা -আওয়ামীলীগ +বিএনপি+জাতীয় পার্টি+গামছা পার্টি কোন দলইতো আপনার টেস্ট করার বাকী নাই। সব দলের টিকেট নিয়ে নির্বাচন করলেন মগর এম্পি হইতে পারেন নাই। এবার যদি বিএনপি আপ্নেরে  মনোনয়ন না দেয় তাইলে এনসিপি থেকে ট্রাই করবেন নাকি ? জোন্সার দাদীর মত আবার ফোস কইরা উইঠেন না। কইলাম আর কি -কারন আপনার কাছেতো  বোল পাল্টানোতো স্বাভাবিক ব্যাপার।

জামাততো মগর আপনাকে নমিনেশন দিবেনা। তাইলে সামনের নির্বাচনে আপ্নে করবেন্টা কি ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ