একদিন ইতিহাসে লেখা থাকবে -পৃথিবীতে দুটো দেশই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। একটি হলো ঘানা ১৯৬৪ সাল। যে দলটি আবার রাজনীতিতে ফিরে আসে ১৯৯০ সালে। আরেকটি হলো বাংলাদেশ আওয়ামীলীগ সন ২০২৪। তারা কবে আবার রাজনীতিতে ফিরে আসতে পারবে কিংবা ভোটে অংশ নিতে পারবে তা বলা মুশকিল।
কারণ ঘানার সে দলটির বিরুদ্ধে অভিযোগ ছিল -ক্ষমতার অপব্যবহার ,সীমাহীন দুর্নীতি,রাষ্ট্রীয় সম্পদের অপচয়, ক্ষুধা দারিদ্রতা,খনিজ সম্পদ লুণ্ঠন. রাজপরিবার তার আত্মীয় স্বজনের বিলাসী জীবন এবং সামরিক বাহিনীতে অসন্তোষ,
আর আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগ হলো :-
২. বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা #ক্রসফায়ার, যার যেখানে অপরাধীর চেয়ে ভিন্ন মতালম্বীদের তালিকাই বেশী।
৩.বিরোধী দলের উপর #দমন_নিপীড়ন কিংবা তাদের সভা-সমাবেশ করতে না দেয়া।
৪. #বিচার_বিভাগে_হস্তক্ষেপ বা বিচারক নিয়োগের ব্যাপারে দলীয় বিবেচনা এবং প্রভাব খাটানো।
৫. #ভোট_বিহীন_নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন ।
৬. বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিচারকদের রায় দিতে বাধ্য করা। বিশেষ করে -#তত্বাবোধায়ক_ব্যবস্থা বাতিল এবং #মানবতা_বিরোধী_অপরাধ এ মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে হস্তক্ষেপ।
৭. সীমাহীন #দুর্নীতি #স্বজনপ্রীতি রাষ্ট্রীয় সস্পদের অপব্যবহার। মন্ত্রী এমপিদের দ্বারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল।
৮. শেখ পরিবারের সদস্যদের বিশেষ সুযোগ সুবিধা প্রধান এবং তাদের আত্মীয় স্বজনদের #ক্ষমতার_অপব্যবহার এর ব্যাপারে উদাসীনতা।
৯.#বিডিআর_বিদ্রোহ এর নামে সেনাবাহীনির অফিসার হত্যা এবং একাধিক সেনা অফিসারকে আয়নাঘরে বন্দী রাখা।
১০. #ক্ষমতা_কুক্ষিগত করার জন্য ভারতকে ব্যাপক হারে ব্যবসায়িক সুবিধা প্রদান।
১১. ধর্মীয় সম্প্রদায় তথা আলেম সমাজকে হেয় করে তোলা #ওয়াজ_মাহফিল তথা #ধর্মীয়_কাজে_হস্তক্ষেপ।
১২. বিরোধী দল বা ভিন্ন মতাবলম্বীদের ধরে এনে #জঙ্গি-নাটক সাজিয়ে ক্রসফায়ার দেয়া এবং গায়েবী মামলায় জড়ানো।
১৩. বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ব্যাংকে প্রভাব বিস্তার করে বিভিন্ন #ব্যাংক_দেওলিয়া।
১৪. আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ছাত্রলীগকে ক্ষমতার অস্ত্র হিসাবে ব্যবহার করা ,#পুলিশ #ডিবি এবং #ডিজিএফ আইকে ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহার।
১৫. সর্বশেষ গন আন্দোলন দমানোর জন্য #মরনঘাতী_অস্ত্রের ব্যবহার এর নির্দেশ এবং #গণহত্যা তথা আন্দোলন কারীদের #লাস_পুড়িয়ে_ফেলা।
এসব কিছুর পরও কিছু মানুষ মনে করে -শেখ হাসিনা আবার দেশে ফিরবে এবং আইন আদালতে দেয়া সব মামলা হটাত বন্ধ হয়ে যাবে। অথচ দূর্নীতির কারনে - জাতীয় মসজিদের খতিব সহ ৩০০ এমপি, মন্ত্রী , সিটি মেয়র ,কমিশনারদের পলায়ন ইতিহাসে বিরল।
0 মন্তব্যসমূহ