ঘটনা -০১
স্যার আমি পুলিশ কট্রোল রুম থেকে বলছি। আপনি কি এ নাম্বার ব্যবহার করে কাউকে হুমকি দিয়েছেন -কিংবা টাকা চেয়েছেন , বা ফেসবুকে আইডি খুলে -বিভিন্ন ধরনের উস্কানি মুলক পোস্ট করেছেন ?
:- কি বলছেন এসব আমি আবার কাকে হুমকি দিব। তাছাড়া আমিতো একটা আইডি ইউজ করি। আমি আবার উস্কানি মূলক কি পোস্ট কখন দিলাম।
:- জি স্যার আমাদেরও তাই মনে হচ্ছে। কিন্তু আমাদের সার্ভারে দেখা যাচ্ছে যে - কিছু খারাপ পোলাপাইন আপনার এই নাম্বারটা ক্লোন করে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ফেসবুকে আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট করছে এবং মানুষের কাছে চাঁদা দাবী করছে।
:-এটাতো খুব উদ্বেগের বিষয় এখন আপনারা জেনেছেন যখন তখন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না কেন ? দয়াকরে একটা এ্যাকশানে যান এটাতো আমার ভাবমূর্তির বিষয়। আমি কেমন লোক এটাতো নিশ্চয় আপনারা জানেন।
:- জ্বি স্যার সে জন্যই আপনাকে ফোন করেছি। আমাদের স্পেশাল টিম এ চক্রকে ধরার জন্য মাঠে নামবে আজকেই।আপনি আমাদের কাজের সুবিধার্থে ফোনটি ০৫ ঘণ্টার জন্য বন্ধ রাখবেন । ০৫ ঘণ্টার মধ্যেই আমরা তাকে ধরে থানায় নিয়ে এসে আপনাকে ফোন দিব।
:- কি বলেন আমার নেতা কর্মী আছে -ফ্যামিলি আছে কার কখন দরকার পড়ে তখন তারা আমাকে খুঁজে না পেলে কেমন দেখাবে ?
;- স্যার অপরাধীকে ধরতে হলে আপনার সহযোগীতা লাগবে। আপনি কি চাননা যে -যারা আপনার নামে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা শাস্তি পাক ? আমাদের সহযোগীতা না করলে আমরা কিভাবে কাজ করবো।
;- আচ্ছা ঠিকাছে তাহলে যা করার লাগে দ্রুত ব্যবস্থা গ্রহন করুন। আমি ফোন বন্ধ করে দিচ্ছি।
এর পরের ঘটনা শুধুই ইতিহাস। স্যার ঢাকায় যাবার পথে - মারাত্মক ভাবে এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে -তাকে জরুরী ভাবে হাসপাতাল ভর্তি করাতে হবে -------নাম্বারে এমুহূর্তে কিছু টাকা পাঠান নইলে উনাকে বাঁচানো যাবেনা ।
এভাবে পাবনার বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবেক বোকা বানিয়ে তার আত্মীয় স্বজন ও নেতা কর্মীদের কাছে থেকে প্রায় ৫ লাখ টাকার মত হাতিয়ে নেয় প্রতারক চক্র। বিকালে ফোন খোলার সাথে সাথে শত শত মেসেজ -কেউবা বাসায়। নেতার কিছুই হয়নি কিন্তু প্রতারক চক্রের বিকাশে চলে গেছে লাখ লাখ টাকা।
বলা বাহুল্য এ ধরনের প্রতারক চক্রকে ধরার জন্যই -সিম নিবন্ধন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এদের বের করতে পারছে না পুলিশ। পারে শুধু রাজনৈতিক মামলা হলে।

0 মন্তব্যসমূহ