অস্ত্র রাখার অপরাধে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আপনিও ধর্ষণ যন্ত্র বহন করার কারণে সমান অপরাধী।

 


এক মহিলার বাসার পিছনে অস্ত্র পাওয়া গেল। এ খবর কোন মারফত জানার পর পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে মহিলাকে বললো ,আপনাকে গ্রেফতার করা হলো- অস্ত্র রাখার অপরাধে । মহিলা তখন বললো -দেখুন এ অস্ত্র কে বা কারা রেখেছে আমি কিছুই জানিনা। আমি ওটা দেখেনি ধরি নাই -ব্যবহার-তো দুরের কথা।

তখন পুলিশ বললো -দেখুন এটা বলে কোন লাভ নেই। যার কাছেই নিষিদ্ধ জিনিষ পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। চাই সে ব্যবহার করুক কিংবা না করুক।  তখন মহিলাটি বললো  দেখুন তাহলে কিন্তু আমি আপনার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করবো। পুলিশ অবাক হয়ে  বললো -কিসব আবোল তাবল  কথা বলছেন আমি আবার আপনাকে ধর্ষণ করলাম কখন ? 

তখন মহিলা বললো -ধর্ষণ করেননি ঠিক আছে -কিন্তু আপনার কাছে-তো ধর্ষণের যন্ত্র আছে তাই না ? অস্ত্র রাখার অপরাধে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আপনিও ধর্ষণ যন্ত্র রাখার কারণে সমান অপরাধী।পুলিশ মহিলার কথা শুনে থ. হয়ে গেল। 

এটা একটা কৌতুক,  বাস্তব কথা হচ্ছে -পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করা হলো -এক্সিডেন্ট কিংবা গতি-সীমা অতিক্রম করে -বাইক চালানোর অপরাধে। কারণ প্রথম দিনেই যে কারণে দুই হোন্ডারোহীর মৃত্যু হয়েছে। এখন আমার কথা হলো -তিন দিনে একাধিক বাস ও ট্রাকওতো এক্সিডেন্ট করেছে তাহলে সেগুলো বন্ধ করে দেন্যা কেন ? 

হোন্ডা কি কোন নিষিদ্ধ পরিবহন ? তারা সরকারকে ট্যাক্স দেয়না । হোন্ডার লাইসেন্স ,ইনস্যুরেন্স ,রেজিট্রেশান করতে সরকার টাকা পায়না ? হোন্ডা সেতু দিয়ে পার হতে দিবেন না ভালো কথা কিন্তু  ট্রাক দিয়ে যদি হোন্ডা পার হয়ে গেলে তাহলে আপনাদের সমস্যা কোথায় ? ফেরী দিয়ে যদি তাদের পার হতে বাধা না থাকে ট্রাক দিয়ে পার হওয়া যাবেনা কোন আইনে ?   দূর্ভোগের মধ্য দিয়ে নদী পার হয়ে কি তারা রাস্তায় উঠবে না ? তাহলে তাদের প্রতি এ ধরনের অমানবিক আইন কেন ?

বহু ফ্যামিলি আছে যাদের একমাত্র উপায়ের অবলম্বন হয়ে পড়েছে এই বাইক। তাছাড়া স্বপ্ল আয়ের মানুষ গুলো -যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে তারা যাতায়াতের সুবিধার জন্য এ বাইকটাকেই বেচে নিতে হচ্ছে। আগে তারা ফেরী দিয়ে পার হতো এখনতো তাদের সেতু দিয়ে পার হয়ে যাবার অধিকার আছে ? 

 আসলে যোগাযোগ ব্যবস্থার শুধু উন্নতি হলে হবেনা আমাদের চিন্তাধারারও উন্নতির প্রয়োজন। এসি রুমে বসে -গীত গাওয়া আর সুরে সুরে সুর মিলিয়ে কথা বলা খুব সহজ বাস্তবতা উপলব্ধি করা খুব কঠিন। যেদিন কাউকে হাসপাতালে রেখে আসবেন -যেদিন প্রিয়জনের অসুস্থ্যতার খবর পেয়ে মুহুর্তেই কাছে যেতে চাইবেন। পথে কোন গাড়ী না পেয়ে-গন্ত্যবে ছুটে যেতে চাইবেন - সেদিন যদি আপনার গাড়ী না থাকে তাহলে বুঝবেন বাইকের প্রয়োজনীয়তা কতটুক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ