চা বাগান যেন বৃটিশ উপনিবেশ ,সেখানে শ্রমিকদের কোন অধিকার নেই।

 


সিলেটে একবার খাঁন টি গার্ডেনে গিয়েছিলাম এক বন্ধুর সাথে। নাটক করার জন্য স্পট খুঁজতে। সেখানকার ম্যানেজার আমার বন্ধুর পরিচিত। সে সুবাধে বাগানের ভেতর এবং কারখানার ভেতর ঢুকে একটা অভিজ্ঞতা অর্জিত হলো। 

খাঁন টি গার্ডেন কত একর জানিনা তবে ভেতরে ঢুকে আমার মনে হলো এখানে যদি দিনের বেলায় কাউকে খুন করে ফেলে রাখা হয়  তাহলে তার চিৎকার লোকালয়ে পৌঁছাবে না। এমনকি পুরো চা বাগান ঘুরে দেখতে প্রায় একদিন লেগে যাবে। ভেতরে পাহাড় বাগান কটেজ কারখানা আর লোকালয়। দেখলে চোখ জুড়িয়ে যায়।  

চা শ্রমিকদের সাথে আলাপ করে আমি তাজ্জব হয়ে গেলাম। এ যেন ব্রিটিশ উপনিবেশ। প্রত্যেক শ্রমিক চা বাগানের এরিয়ায় ঢুকলে আর বের হতে পারেনা। তাদের প্রত্যেকের দিন মজুরী ১০০ থেকে ১৫০টাকা বড় জোর ২০০ টাকার বেশি না। এখন বেড়েছে কিনা জানিনা। 

কোম্পানীর করা শেডে তাদের থাকতে হয়। সেখানে আছে স্কুল, মসজিদ বিশ্রামাগার .প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ,বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সব কিছু। শুধু বাজার করতে নির্দিষ্ট সময়ের জন্য বাইরে যেতে পারে। শ্রমিকদের মজুরী নির্ধারিত হয় -পাতা কুড়ানো বা খাঁচি হিসেবে। এক খাঁচি পাতা তুলে আনতে পারলে ২০/৩০ টাকা। কোন ক্ষেত্রে হয়তো ৫০ টাকা। (এখন কত জানিনা) একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা পাতা (কুড়ি) সংসহ করলে ০৫/০৬টার বেশি পারেনা। যার অর্থ দাঁড়ায় মাসে ৩ থেকে ০৬ হাজার টাকা। 


জানিনা কোন কোন ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে কিনা। তবে প্রতিটি বাগানের শ্রমিকদের চলতে হয় মালিকদের নিজস্ব নিয়ম কানুনে। শ্রমিকদের না আছে কোন শ্রমের অধিকার না আছে জগত সংসারের সাথে কোন সম্পর্ক। 

তবে যারা কারখানায় কাজ করে তাদের ব্যাপারটা একটু ভিন্ন।কারণ সেখানে যেমন কিছু টেকনিক্যাল লোকের প্রয়োজন তেমনি শিক্ষিত লোকের। আমরা সাধারণ বাজারে যে চা পাতা পাই এ গুলো তাদের হিসেবে ৩/৪ নাম্বারের। ০১ নং এবং ০২ নং চা পাতা রপ্তানি হয় বিদেশে। ঘটনা ক্রমে ম্যানেজারের সাথে কথা বলে কিছু চা পাতার ব্যবসা করবো বলে স্থির করি। সেসুত্রে কিছু চা পাতা ঢাকায় এনে এক বন্ধুকে দিলাম। সে আজ পর্যন্ত আমার টাকা দেয় নি। সে আরেক ইতিহাস। 

গত কয়েকদিন ধরে দেখছি শ্রমিকরা তাদের মজুরি নিয়ে আন্দোলন করছে। জানিনা কর্তৃপক্ষ বিষয়টিক কিভাবে সমাধান করবে। তবে তারা যে সরকারী কিংবা শ্রম আইন থেকে বঞ্চিত এটা নিশ্চিত করে বলা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ