ঈসা আঃ ও তার একচর মিলে একদিন সফরে বের হলেন। তাদের সাথে ৩টি রুটি ছিল তারা দুজনে দুটি খেয়ে আরেকটি থলেতে জমা রাখলেন। ঈসা আঃ পানির সন্ধানে গেলে অতঃপর ফিরে এসে দেখেন -রুটিটি নেই। তিনি তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন -রুটিটি কে নিয়েছে। লোকটি অস্কীকার করলো।
অতঃপর কিছুদূর যাবার পরে তারা একটি পাথরের নীচে কিছু স্বর্নালন্কার খুজে পেল। ঈসা আঃ এটিকে ৩ ভাগ করে বললেন। একভাগ আমার একভাগ তোমার আরেকভাগ যে আরেকটি রুটি খেয়েছে তার। সঙ্গে সঙ্গে লোকটি বলে উঠলো -হে ঈসা ঐ রুটিতো আমি খেয়েছি। ঈসা আঃ লোকটির উপর ক্রদ্ধ হয়ে -সব গুলো স্বর্ন মুদ্রা লোকটিকে দিয়ে বললো -মিথ্যা এবং লোভ মানুষের ধ্বংশ ডেকে আনে। তুমি মিথ্যাবাদী এবং লোভী তাই আমি আর তোমার সাথে চলবো না। এ কথা বলে লোকটিকে রেখে ঈসা আঃ চলে গেল।
লোকটি স্বর্নের মুদ্রা গুলো নিয়ে অতি আনন্দে বাড়ীর দিকে রওয়ানা দিল। পথি মধ্যে সে দুজন ডাকাতের কবলে পড়লো। লোকটি তখন বললো -দেখ তোমরা আমার কাছ থেকে জোর করে মুদ্রা গুলো কেড়ে না নিয়ে চল রক্তপাতহীন ভাবে আমরা এ গুলো তিনজনে ভাগ করে নিই---। ডাকাতদ্বয় চিন্তা করলো প্রস্তাবতো মন্দ নয়। তারা লোকটির কথায় রাজি হয়ে গেল ------। কথা মত তারা মুদ্রা ভাগ করতে লাগলো। একটা সময় লোকটি বললো - খুব খুদা পেয়েছে কিছু মুদ্রা নিয়ে বাজার থেকে একজনে কিছু রুটি কিনে আন --
কথানুযায়ী তাদের একজন কিছু মুদ্রা নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে সে ভাবলো -যদি খাবারে বিশ মিশিয়ে দুজনকে হত্যা করতে পারি তাহলেতো মুদ্রা গুলো আমি একাই দখল করতে পারি কেন খামুখা তাদের ভাগ দিতে যাব ? যে কথা সেই কাজ। লোকটি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার সঙ্গীদের কাছে ফিরে এলো। এদিকে বাকী দুজন ভাবলো -ঐ লোকটি আসলেই কোন অজুহাতে তারা তাকে মেরে ফেলবে। তাহলে মুদ্রা গুলো তারা দুজনে ভাগ করে নিব। কথানুযায়ী ঐ লোকটি ফিরে আসার সাথে সাথে এ দুজন তার উপর ঝাপিয়ে পড়লো। এবং তাকে মেরে রুটি খেতে লাগলো।
কিন্তু ভাগ্য বিপন্ন বিষ মাখা রুটি খাওয়ার কিছুক্ষনের মধ্যেই দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়লো। যেখানকার স্বর্ন যেখানেই পড়ে রইলো।
কিছুক্ষন পর ঈসা আঃ এসে দেখে -তাদের এ পরিনতি -তখন তিনি বললেন লোভ এবং মিথ্যা দুটোই মানুষকে যেমন অমানুষ বানায় তেমনি মৃত্যুও ডেকে আনে।
0 মন্তব্যসমূহ