কখনও যদি বিমানে বা পাহাড়ে উঠেন -তাহলে নীচের মানুষ গুলোর দিকে তাকালে আপনার কাছে ছোটই মনে হবে । আপনি যত উপরে উঠবেন ততই নীচের মানুষ গুলোকে ছোটই দেখবেন।
শীতের দেশ থেকে আপনি গরমের দেশে গেলে বা গরমের দেশ থেকে শীতের দেশে গেলে -একবার হলেও বলবেন এত শীত ক্যান এত গরম ক্যান। তেমনি ভাবে -একজন বৃটিশ এ দেশে এলে মনে করতে পারে এ দেশের সকল মানুষ ইংরেজি জানে।
আবার আরব ভুমি থেকে কেউ এলে তার মনে হবে এ দেশের সব মানুষই আবরী জানে।
এজন্য কখনও আপনার মনে হতে পারে -দেশের প্রতিটি মানুষই এক বেলা মাংশ দিয়ে ভাত খায় কিংবা সব মানুষই মোবাইল ব্যবহার করে। আবার এমনও মনে হওয়া দোষের কিছুনা যে -দেশের সব মানুষই ধনী তাদের প্রত্যেকের বাসায় ফ্রিজ আছে কিংবা তারা পান্তা ভাত দেখলে স্কুলে ভর্তি হয়ে শিক্ষীত জাতি হয়ে আপনার কাছে বলতে আসতে পারে -আই হেইট পান্তা ভাত।
আপনি যেমন অন্যকে তেমন ভাবা দোষের কিছুনা -যদিনা আপনার সাধারণ মানুষের দূঃখ কষ্ট অনুভব করার ক্ষমতা না থাকে।
0 মন্তব্যসমূহ