পুলিশ মারা গেলে মানুষ কেন আল-হামদু লিল্লাহ বলে


সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় -৩ পুলিশ সদস্য নিহত হবার নিউজে মানুষের প্রতিক্রিয়া দেখে অবাক-হতভম্ব ! এমনকি সারা দেশে কোন দূর্ঘটনা কিংবা আকস্মিক কারণে পুলিশ আইনজীবি বিচারক এবং রাজনৈতিক নেতাদের মৃত্যু খবর শুনলেই মানুষকে আলহামদু লিল্লাহ বলতে দেখা যায়।

কি রকম ঘৃনা পুলিশের প্রতি তৈরি হয়েছে মানুষের। একজন সরকারী কর্মকর্তা যদি ওমরা করতে যায় তাই নিয়ে নানা মন্ত্যব নানান অশালীন উক্তি ---,আহা পুলিশ আহা সেবা !!

এর কারনটি অতি পরিস্কার , আপনি চাকুরী/ পেশা এবং আপনার আচরন/সেবা আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে যে -মানুষের ভালোবাসার পরিবর্তে -আপনি শুধুই পাচ্ছেন ঘৃনা আর তিরস্কার। কারন আপনি সেবার পরিবর্তে করেছেন -শাসন। নীতির পরিবর্তে আশ্রয় নিয়েছেন দুর্নীতির।আপনার শপথ আপনি দায়িত্ব আপনার নীতি ঢাকা পড়েছে রাজনৈতিক পরিচয়ে। আসলেই কি দায়িত্বে থেকে নীতিবার হওয়া অসম্ভব ?
এমন জীবন কারোরেই কাম্য হওয়া উচিত নয় যে -আপনি অসুস্থ্য হলে মানুষ আপনার মৃত্যু কামনা করবে -আর মারা গেলে আল-হামদু লিল্লাহ পড়বে।
আপনার পোষাক আর ক্ষমতা যতদিন আছে ততদিন মানুষ আপনাকে বাহবা দিবে -স্যালুট দিবে -কিন্তু যেদিন ক্ষমতা আর পোষাক থাকবে না সেদিন ? সময় থাকতে শিক্ষা নিন।
যেমনি ভাবে হাদীসে বলা হয়েছে -তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যাকে দেখলে আল্লাহর কথা স্মরন হয়।
আর সে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার কথা শুনলে মানুষের মনে ঘৃনার উদ্রেগ হয়।
All reactions:
Jahidul Polash, Saiful Islam Munna and 4 others

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ