কেউ হজ্জ করলে তার নামের আগে হাজী লেখা হয় -দান করলে দানশীল বা দানবীর সমাজ সেবা করলে - বিশিষ্ট সমাজ সেবক।
কিন্তু যারা নামাজ পড়েন কিংবা সত্য কথা বলেন -তাদের নামের আগে কেউ নামাজী কিংবা সত্যবাদী লেখা হয়না।
একই ভাবে সমাজেতো -সুদখোর -ঘুষ খোর-ঋনখেলাপী ,চোর ডাকাত ছিনতাই কারী ,অর্থ পাচার কারী ,নারী লোভী ,ভুমি দস্যু আছে -তাদের নামের আগে কেন এ শব্দগুলো ব্যবহার করা হয়না ?
কারন মানুষ খারাপ কাজ করলেও জানে যে এটা নিন্দনীয় তাই সে ঐ উপাধি গুলো আর গ্রহন করতে চায়না -কোন রকম ভালো কাজ করলেই দেখবেন নামের আগে সমাজসেবক,আলহাজ্জ,ব্যক্তিত্ব ,দানবীর এ শব্দ গুলো ব্যবহার করে গর্বিত হয়। আসলে হজ্জ করলেই কি আপনি নেক্কার ঈমানদার ,ফরেজগার হয়ে গেলেন ? তাহলেতো মক্কার সকল লোকই বেহেস্তে যাবে -তাদের দেশে কোন অপরাধীই নেই।
সারা জীবন ঘুষ খেলেন ,মানুষকে ফাঁদে পেলে অর্থ আদায় করলেন -পরের টাকা মেরে মক্কায় গিয়ে হজ্জ করে ভাবলেন -বেহেস্তের টিকেট কনফার্ম -আসলে বেহেস্ত কি এতই সোজা ? কিয়ামতের দিন হাজী ,মাওলানা ,পীর বাবাদের -আগে বিচার হবে। যারা নামের জন্য হজ্জ করেছে কিংবা মাওলানা বা পীর হয়েছে।
হ্জ্ব আপনার উপর ফরজ না হলে আপনাকে কে বলে সুদের টাকায় ,অন্যের দেনা রেখে কিংবা সরকারী টাকা দিয়ে হজ্জ করতে। আপনিতো যাকাত দেন্যা তাহলে আপনার উপর হজ্জ করা আবশ্যক হয় কিভাবে ?
যদি তাই হতো তাহলে যারা হজ্জ করতে পারেনা তারা কি বেহেস্তে যাবেনা। নামের আগে আলহাজ্জ ব্যবহার করলেই কি সকল অপকর্ম অপরাধ পাপ মুছে যাবে ?

0 মন্তব্যসমূহ