তামীমকে নিয়ে বীরবল ও রাজার গল্প।


রাজা ঘোষনা দিলেন মেয়ে বিয়ে দিবেন। সুদর্শন যুবক তবে শর্ত হলো বয়স হতে হবে অবশ্যই ৩০। সবাই নেমে গেলে পাত্রের সন্ধানে। ৩০ বছরের সুদর্শন যুবক কোথাও পাওয়া যাচ্ছেনা। একজন পেলেন ৩২ বছরের এক যুবককে আরেকজন পেলেন -২৯ বছরের এক যুবককে। রাজা বলবেন হবেনা।
অবশেষে বীরবল দুই কিশোরকে নিয়ে হাজির রাজ দরবারে। রাজা বললেন এরা কারা। বীরবলের উত্তর, মহারাজ এরাই হবে আপনার মেয়ের জামাই। রাজা ক্ষেপে গেলেন তুমি কি আমার সাথে মশকরা কর ?
মহারাজ ! রাজ্যের কোথাও ৩০ বছরের যুবক পেলাম না। কিন্তু মেয়েতো বিয়ে দিতে হবে তাই ১৫ বছরের দুই যুবক নিয়ে এসে আপনার বয়সের শর্ত পুরন করলাম। আশা করি আপনিই খুশীই হবেন। রাজা বললেন তোমার কি মাথায় খারাপ হয়ে গেছে বীরবল ?
না রাজা সাহেব তামীমকে যেহেতু কোচ পছন্দ করেন না , তাই তার অভাব পুরন করার জন্য লিটন+তানজীদ তামীমকে নিয়া নিয়া নিসি। ল্যাটা চুকে গেল। তামীম = ( লিটন+তানজীদ তামীম) ব্যস।
তোমার পেটে অনেক বুদ্ধি বীরবল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ