মাশরাফি যখন অবসরে যেতে বাধ্য হন -তখন বাংলাদেশের কোচ ছিল হাতুড়ে সিং।আজ তামীম যথন বিশ্বকাপ থেকে বাদ পড়েন -তখনও বাংলাদেশের কোচ সেই ব্যক্তি কি অদ্ভুত মিল তাই না ?

 মাশরাফি যখন অবসরে যেতে বাধ্য হন -তখন বাংলাদেশের কোচ ছিল হাতুড়ে সিং।আজ তামীম যখন বিশ্বকাপ থেকে বাদ পড়েন -তখনও বাংলাদেশের কোচ সেই ব্যক্তি কি অদ্ভুত মিল তাই না ? 


যার অধীনে বাংলাদেশ যে কটি ম্যাচ খেলেছে -বেশিরভাগ ম্যাচেই পূর্ণ ওভার খেলতে পারিনি।এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে দু'দুবার শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। কি জাতীয়তাবোধ তার মধ্যে ভারত আফগানিস্তানকে বাংলাদেশ পরাজিত করে দিল অথচ শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন ভাবে দল সিলেকশন করেছে-যাতে নিজের দেশের বিরুদ্ধে জয়ী হতে না পারে বাংলাদেশে। বাহ কি দারুণ আইডিয়া।

এর আগে নিউজিল্যান্ড দুবার এসেছিল বাংলাদেশে । দু বারই বাংলাদেশের কাছে তাদেরকে শোচনীয় ভাবে সিরিজ হারতে হয়েছে। এবার হয়েছে উল্টো। কিন্তু কেন- ? বারে বারে খেলোয়াড় পরিবর্তন নাকি  সিনিয়রদের জোর করে রেস্টে পাঠানোই দুর্ভাগ্যের কারণ হলো বাংলাদেশের। 

বহু এক্সপেরিমেন্ট করলেন জনাব সিং কিন্তু কি রেজাল্ট পেলেন - তানজীম তামীম ,সৌম্য , নাঈম শেখ,জাকির হোসেনের কাছ থেকে ? আসি আসল কথায় - 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যচের পর তামীম কিংবা ফিজিও কোথাও বলেনি তিনি ফিট নয়। তাকে পাঠানো হলো আবার রেস্টে। তামীমের মুখেও শুনা গিয়েছিল আশার বানী । কিন্তু হটাত কেন এ ছন্দ পতন।  থাকতে পারে তার সাময়িক ইনজুরি অথবা পিঠের ব্যথা । যে রকম ব্যথার জন্য নিউজিল্যান্ডের অধিনায়কও প্রথম তিন ম্যাচ খেলবেন না। তাই বলে কি -০৯টি ম্যাচের ০৫টিতেও যদি তার থেকে সার্ভিস পাওয়া যেত না। তাহলে কি সেটা টিমের জন্য কিংবা তানজিম তামীমের চেয়ে বেটার হতনা ? হয়তো হত কিন্তু হাতুড়ে সিং যাদের পছন্দ করেন না তাদের দলে থাকা খুবই অসম্ভব ব্যাপার। 

চ্যানেল ৭১ সূত্র বলে = তামীমকে বলা হয়েছিল -আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে রেস্টে রাখা হবে। তামীম এ শর্ত মানতে রাজি ছিলেন না। তারপরে তাকে বলা হলো -২/৩ এ ব্যাট করানো হবে তামীম বললেন এটা আমার জন্য অপমান জনক।ফলাফল সম্মান জনক বিদায়। মাঝখানে সাকিবকে হয়ে গেলেন খল নায়ক। 

হয়তো কোন-দিন বের হয় আসবে এসব ঘটনার পিছনের ঘটনা। যেদিন হাতুড়ে কিংবা পাপন সাহেব থাকবেনা বিসিবিতে। তখন জানা যাবে কেন বার বার হাতুড়ে সিংকেই বাংলাদেশের কোচ হিসেবে উচ্চমূল্য কেনা হলো-কার স্বার্থে। 

এরপরও বললো যে টিম হয়েছে খারাপ হয়নি। এখন দেখার বিষয় হাতুড়ে সাকিব নান্নুরা কি ঘণ্টা উপহার দেয় বাংলাদেশকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ