বিপিএলে কুমিল্লার দল দেখে আমি যেমন শাকিব খাঁনের মত এক্সাইটমেন্ট তেমনি -ঢাকার দল দেখে নাসির উদ্দিনের মত হতাশ।রাজশাহী এবং নোয়াখালীতে কি কোন শিল্পপতি নাই ? ০৭ দল নিয়ে যেমন গ্রুপ সাজাতে সমস্যা হয় তেমনি নোয়াখালীর একটা দল না থাকাতে অপূর্ণ লাগে।
নোয়াখাইল্যারা আবার বিভাগ নিয়ে চিল্লায়। অথচ বিপিএলে একটা দল নেবার মত লোক নাই।
আমাদের কাদের ভাই -পারটেক্সের হাশেম সাবে,সানম্যান গ্রুপের মেজর মান্নান সাব -ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু সাবরা কি গরীব হইয়া গেল ? একটা দল কিনলেও-তো পারতো ।
রয়েল বেঙ্গল দলটা-র জার্সি গায়ে দিয়ে বরিশাল টিমের মত গ্যালারীতে আনন্দ উপভোগ করতাম। অথচ শিল্পপতি রাজনীতিবিদ ব্যবসায়ী কোন-দিক থেকে বৃহত্তর নোয়াখালী( ফেনী ,সুধারাম ,লক্ষ্মীপুর ) পিছিয়ে ? আমার মতে যেসব বিভাগে পাঁচ-তারকা হোটেল .আধুনিক স্টেডিয়াম এবং বিমানবন্দর নেই তাদের বিভাগীয় মর্যদা কেড়ে নেয়া উচিত। চিল্লাইয়া বলেন কথা ঠিক কিনা ?
আসি আসল কথায়। এবারের বিপিএলে দল পাননি -সাব্বির রহমান ,আশরাফুল ,মমিনুল এবং নাসির এর মত তারকারা।
নাসির গত বারের সেরা রান সংগ্রাহক। আইসিসি কর্তৃত্ব নিষেধাজ্ঞার কারণে তার নাম নিলামে উঠানো হয়নি। মমিনুল টেস্ট দলের ক্যাপ্টেন। অথচ কেউ কিনলো না। আশরাফুল এবং সাব্বির রহমানের গত বারের পারফর্মেন্স ভালো নয় বিধায় কেউ কেনেনি।
প্লেয়ার ড্রাপটে -সাকিব রংপুরে ,মাশরাফী সিলেটে -ইমরুল কায়েস /লিটন কুমিল্লায় , মীম,মিরাজ,মাহমুদউল্যাহ,মূশফিকুর রহিম বরিশালে এবং খুলনাতে বিজয় , চট্রগ্রামে আফিফ ঢাকায় মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া দেশীয় উল্লেখযোগ্য কোন তারকা নেই। মজা হত যদি ৫ পঞ্চ পান্ডব ০৫ দলে থাকতো।
এবারের নিলামে দেশীয় ২০৩ জন খেলোয়াড় এর বিপরীতে বিদেশীরা নাম লিখিয়েছেন ৪৪৩ জন। তবে সবাই কিন্তু বিক্রি হননি। ক্রিস গেইল এবং ইন্ডিয়ান কোন তারকা নেই বিপিএলে। এছাড়া সব দেশের খেলোয়ারই আছে কম বেশ। তবে বরাবরের মত ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের তারকা বেশি। বলাবাহুল্য পাকিস্তানের কথা শুনলেই আমাদের গা জ্বরে তবে বিপিএল বেলায় যেন চেতনা নেতিয় পড়ে।

0 মন্তব্যসমূহ