বিড়ালকে বাঘের মাসী বলা হয়। কেন বলা হয় জানিনা। তবে কথিত আছে -বিড়ালের কাছ থেকেই বাঘ লাপ -ঝাপ এবং শিকার ধরা শিখেছে। একবার বিড়ালের পা ধরে বাঘ বললো মামা আপনি কিভাবে ধীর পায়ে -লেজ গুটিয়ে -ঝোপের আড়াল থেকে শিকার ধরেন আমাকে শিখান। বাঘের কথায় বিড়াল রাজি হয়। শিখিয়ে দেয় সব কিছু -এরপর বাঘ বলে -এবার তোকে খাবার পালা। বিড়াল অবস্থা বেগতিক দেখে এক লাপে গাছে উঠে যায়। তখন বাঘ হা করে তাকিয়ে থাকে।
বলে মামা ভুল হইছে তোমার সাথে মশকরা করছিলাম। গাছে কিভাবে উঠে এটা শিখাও না। তখন বিড়াল বলে -শালা তোকে যদি সব শিখাই তবে তুই একদিন আমাকে শেষ করে দিবি তোর উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।
গল্প-০২:- এক মেয়ে অজগর পুষে। কয়েকদিন ধরে সে লক্ষ করে রাতের বেলায় অজগর এসে তার কাছে শোয়। তাকে জড়িয়ে ধরে।আরো কত কি । সে গেল পশু ডাক্তারের কাছে। বললো -অজগরটিকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি। ইদানীং তার আচরন আমার কাছে সন্দেহো জনক মনে হয়। ব্যাপারটা কি বলেনতো।
ডাক্তার বলে অজগর ক্ষুধা পেলে পুরো মানুষই ঘিলে পেলে। তাই সে আপনার পাশে শুইয়ে পরিমান করে দেখছে আপনাকে সে পেটে রাখতে পারবে কিনা ? শুনে মেয়েটি আঁতকে উঠে । তাহলে দুধ কলা দিয়ে সাপ পুষলাম কেন ? কেন পুষেন ? নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন নাতো ?
0 মন্তব্যসমূহ