ছেলে খুব লাজুক শ্বশুর বাড়ী যায় -কিন্তু শ্বশুর শাশুড়ীর সাথে কথা বলেনা। এ নিয়ে নাখোশ শাশুড়ী -। অভিযোগ গেল ছেলের বাবার কাছে। ছেলের বাবা ছেলেকে বললেন -এ কেমন কথা -তুই কেন শ্বশুর শাশুড়ীর সাথে কথা বলিস না -এবার ছেলে জিদ ধরলো সে কথা বলবেই।
যথারীতি শ্বশুর বাড়ীতে গেল -শাশুড়ী ভাত দিল -সে কোন কথা না বলে ভাত খেতে লাগলো। মনে মনে ভাবতেছে আজ যে করেই হোক কথা বলতে হবে। দুর্নামি খুচাতে হবে -একটা পর্যায়ে শাশুড়িকে বললো -আম্মা আপনার বিয়া হইছে ?
একই ভাবে কাল দুদুক মুখ খুলেছে। যদিও এতদিন মুখ বন্ধ ছিলনা। তারা বলেছে -নির্বাচনে যেসব প্রার্থী তাদের সম্পদের বিবরনীতে দেশটাকে শায়েস্তা খাঁর আমলে নিয়া গেছে -তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -তবে সেটান নির্বাচনে পরে -
কারন নির্বাচনের আগে নিতে গেলে রিক্স হয়ে যায়। অনেক প্রার্থীর মিথ্যা তথ্যের কারনে প্রার্থীতা বাতিল হতে পারে। সেটা বড় রিক্স হয়ে যায়। তাই নির্বাচিত হয়ে নিক -তারপরে তারা একটা কিছু ঘটিয়ে ফেলবেন -এটা আমাদের বিশ্বাস করতেই হবে।
যদি বিশ্বাস না করতে পারেন -তাহলে আপনি জায়েদ খান কিংবা শাহজাহান খাঁনের মত ডিগবাজী খাঁন। দেখবেন সব কিছু ফকফকা।

0 মন্তব্যসমূহ