আপনার টাকা থাকলে আপনি বই ছাপতেই পারেন কিন্তু লেখক হওয়া-তো এত সহজ বিষয় না। যেমনি সহজ বিষয় না কবি ,উপন্যাসিক,প্রবন্ধকার ,নাট্যকার ,পরিচালক কিংবা সাংবাদিক হওয়া।
তাহলে কি অভিজ্ঞতা ছাড়া বই লেখা যাবেনা ? উত্তর হবে মোটেই না। এজন্য শুধু দরকার আপনার প্রতিভা, ভাষা জ্ঞান এবং সাহিত্য সম্পর্কে অগাধ ধারনা, বাংলা ব্যাকরণ সম্পর্কে লব্ধ অভিজ্ঞতা। যে কারণে পেশাদার শিক্ষক, সাংবাদিক, নাট্যকার,গবেষক,কলামিস্ট,ট্রাভেলারদের বই কখনও পাঠকদের সাহিত্য রস থেকে বঞ্চিত করেনা। তাই বলে আমি বলছিনা অন্যান্যরা খুব খারাপ লিখেন।
আমি এমন দুজন মহিলাকে দেখেছি -তাদের একজন লিখেছিলেন একটি কাব্যগ্রন্থ।সেটি স্পন্সর করেছেন -তারই এক বন্ধু। বলা বাহুল্য লেখকের সে বন্ধুই -তার কবিতার বইয়ের ৫০০ কপি কিনে নিয়েছেন। যা নামকরা কোন লেখকের বেলায়ও হয়না। তাই বলে সে মহিলা বিখ্যাত লেখক হয়ে গেলেন তা কিন্ত না।
গত বছরের কথা । আমার এক বন্ধু মেলায় গেলেন -এক মহিলার বই কিনতে । ঘটনা ক্রমে আমি সে মহিলাকে চিনি।তার কাছে জানতে চাইলাম -বইয়ের নাম-মলাট-কিংবা লেখকের টানেই কি মুগ্ধ চিত্তে বইটি সংগ্রহ করতে আসলেন ? তখন সে জবাব দিল আরে দুর -বই পড়ার সময় কোথায় । প্রতিদিন রিকুয়েস্ট করে তাই মন রক্ষার জন্য এসেছি। বললাম -সংগ্রহ যেহেতু করবেন -পড়ে একবার জানাবেন কেমন লেখলেন তিনি। জবাবে এমন গালি শুনলাম -যা লিখা থেকে বিরত থাকতে বাধ্য হলাম।

0 মন্তব্যসমূহ