খাদ্য ও পানি ছাড়া মানুষ বাঁচতে পারে কিন্তু বাতাস ছাড়া বাঁচতে পারেনা ০৫ মিনিটের বেশি

 মানুষের শরীরে প্রয়োজনীয় তিনটি উপাদান :-

#বাতাস বা অক্সিজেন।
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন খাদ্য ছাড়া মানুষ সর্বোচ্ছ এক ৭/১০ দিন পর্যন্ত বাঁচতে পারে। কোন কোন ক্ষেত্রে তা ১৫ দিন হতে পারে। এর বেশি হলে সেটা হবে অলৌকিক।
তবে শুধু পানি খেয়ে মানুষ বাঁচতে পারে এক মাসেরও অধিক সময়। তবে সেটা নির্ভর করে ভুক্তভোগীর বয়স, শারীরিক সুস্থতা, ওজন, কাজের মাত্রা, জিনগত বৈশিষ্ট্য, মনোবল, পরিবেশের তাপমাত্রা ইত্যাদির ওপর ।
কিন্তু বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারেনা -০৫ মিনিটের বেশি।
প্রাপ্ত বয়স্ক একজন মানুষের প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ গ্রাম খাবার লাগে। পানি লাগে কমপক্ষে দুই লিটার। বয়স এবং শারিবীক চাহিদানুযায়ী এর তারতম্য হতে পারে। তবে বাতাস বা অক্সিজেন লাগে ১০ থেকে ১২ লিটারের মত। এই বাতাসটা আমরা বিনা মূল্যেই পেয়ে থাকি।
দেহের খাদ্য হজমে সহায়তা করে পরিপাক যন্ত্র ,পানিকে সঞ্চালন এবং বহির্গমনে ভুমিকা রাখে -কিডনী। আর রুহ বা আত্মাকে ঠিক রাখার জন্য বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে -ফুসফুস।
একজন মানুষের যখন হজমে সমস্যা হয় ,কিডনীতে সমস্যা হয় -তখন তাকে নিয়ে যেতে হয় হাসপতালে । ফুসফুসে সমস্যা হলে অক্সিজেন দিয়ে সচল রাখতে হয় -প্রতি ঘন্টায় ৫০০ টাকা দিয়ে।
সে হিসাবে হিসাব করে দেখুন আমরা প্রতিদিন কত টাকা মূল্যের ফ্রি বাতাস গ্রহণ করে -বেঁচে আছি। কোনদিন যদি বায়ু প্রবাহ কয়েকমিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কত কোটি প্রানের মৃতু হবে ? এরপরও আমাদের সেই সষ্টাকে অস্বীকার করি তার আদেশ নিষেধ অমান্য করি।
সুরা আর-রহমানে বলা হয়েছে -এরপরও খোদার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার কর ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ