ডুবাইর মরুতে পানির বন্যা সৌদির মরুতে বরফ - এটা কিসের ইঙ্গিত ?


সৌদিকে মুসলিম জাহানের পুণ্য ভূমি বলা হয়। এ ভূমিতে ইসমামের ঐতিহাসির অনেক নিদর্শন আছে -যেগুলোর কথা কোরানে উল্লেখ আছে।অনেক নবীর জন্ম হয়েছে আর ভূমিতে।

অথচ সে সৌদিতে এখন হলিউডের মুভি , হিন্দি মুভির উন্মুক্ত বাজার করে দেয়া হয়েছে, মদের -বার সহ উন্মুক্ত কনসার্টের আয়োজন । ইউরোপ আমেরিকানদের জন্য তুলে নেয়া হয়েছে বিধি নিষেধ। মেয়েদেরকে পর্দা থেকে বেরিয়ে এসে পশ্চিমা সাংস্কৃতিক কর্মকান্ডে পালনের পথ উম্মুক্ত করে দেয়া হচ্ছে। শাসক গোষ্ঠী ইসলামী নিয়ম নীতির পিঠে কুঠারাঘাত করে এক নায়কতন্ত্র কায়েম করছে সৌদিতে।
ইসরাইলের প্রতিবেশী রাষ্ট্র সৌদি। অথচ ক্রমাগত বর্বরোচিত অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে যাচ্ছে ফিলিস্তীনিরা -কিন্তু সৌদি-জর্ডান টু শব্দও করছে না। ফিলিস্তীনিদের রক্ত আর কান্নার আহাজারিতে গোটা মুসলিম বিশ্ব যেখানে প্রতিবাদ মুখর -সেখানে সৌদিরা আছে ভোগ বিলাসিতায় । এমনকি সেখানে ফিলিস্তীনিদের পক্ষে কথা বলাতেও আছে চীনের মত কঠোর বিধি নিষেধ।
আরব ভূমির ইতিহাস থেকে ডুবাই সৌদি শিক্ষা নেয়নি। অথচ এ আরব ভূমিতেই বহু জাতিকে তাদের পাপের কারণে ধ্বংস করে দেয়া হয়েছে। প্রখর মরুর উত্তাপের মাঝে এবার সৌদিতে পড়তে শুরু করেছে বরফ।কাল খবরে দেখলাম ইউরোপের মত সৌদির কোন কোন অঞ্চলে বরফ পড়ছে । ডুবাইর মরুতে পানির বন্যা সৌদির মরুতে বরফ - এটা কিসের ইঙ্গিত ?
এ প্রসঙ্গে ১৪০০ বছর আগেই পবিত্র কোরানে বলা হয়েছে , জল–স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল।
(আল–কোরআন, সুরা-৩০ রুম, আয়াত: ৪১)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ