ধরে নিলাম সাংবাদিক অপরাধ করেছে। আপনার সামনেওতো পুলিশ ঘুষ খায় তাই বলে কি রাস্তার মধ্যে আপনি পুলিশকে মারতে পারবেন ?

 


আমি তখন বাংলাবাজার পত্রিকায় কাজ করি। একদিন এফডিসির ঝর্ণা স্পর্টে আমিন খানের সাথে কথা বলছিলাম। তখন আমিন খানের তেমন উল্লেখ যোগ্য হিট ছবি নেই।রিয়াজ +ফেরদৌস+রুবেল+কাঞ্চন ভাই+ওমর সানি+অমিত হাসান+মান্না ময় এফডিসি। 

পরের দিন এ নিউজ নিয়ে পত্রিকায় দিতেই আমার বস -ইকবাল করিম নিশান ভাই আমাকে প্রশ্ন করলেন - আপনি যে আমিন খানের সাক্ষাতকার নিতে গেলেন সে কি তারকা ? তার নিউজ আমরা ছাপবো কিনা এটা ভেবে দেখেছেন ? আমিতো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। কি উত্তর দিব বুঝে উঠতে পারছিলাম না। 

মুনমুন +ময়ূরী+শাহিন আলম +মেহেদি+নিশি+চাঁদনী+পলি+প্রিন্স+সোনিয়া+সন্ধ্যা+ তৃঞ্চা+কাঞ্চি সোহেল আলেক জান্ডার বো  -এরাতো অনেক দুরের বিষয়। কারণ এরা তখনও ছিল ব্যাপক ভাবে  সমালোচিত এবং বিতর্কিত । Avi Chowdhury Dulal Khan Juton Chowdhury Iqbal Karim Nissan Monirul Islam Mahmudul Haque Jahangir #আওলাদ ভাই #সুপন_রায় #শামীম_শাহেদ #নবীন_হোসেন #আইয়ুব আনসারী@Halim Mohammad #শামীম আহমেদ Saikot Salahuddin #ইমরুল শাহেদ Rimon Mahfuz #কামরুজ্জামান বাবু Abdullah Ziad  #সুমন ভাই #লিটন চৌধুরী- এরা তখন দাপুটে বিনোদন সাংবাদিক। এদের ধারে কাছেও এসব শিল্পীরা ঘেষতে পারতো না। কারণ বিতর্কিত শিল্পীদের এসব সাংবাদিকরা কখনও প্রশয় দিতেন না এবং নিউজের অংশ হিসাবেও বিবেচনা করতেন না। 

বস্তুত এসব শিল্পী এবং কিছু পরিচালকের দ্বারা অশ্লীলতা যখন একেবারে মাথা ছাড়া দিয়ে উঠতে থাকে তখন অনেক দর্শক যখন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তেমনি আমিও ঘুটিয়ে নিয়েছি নিজকে। চলচ্চিত্র থেকে চলে আসি মঞ্চ এবং নাটকের রিপোর্টিং এ। 

শাহিন আলম দু বছর আগে মারা গেছে। মরার আগে ধর্মে কর্মে মনোযোগ দিয়ে তওবা করে অনেক অনুশোচনা মূলক কথা বলে গেছে।শুনলাম মেহেদিও নিজের ভুল স্বীকার করে তাবলীগ জামাতে সময় কাটাচ্ছেন। যাইহোক মাপ করার মালিক আল্লাহ কিন্তু তারা মারা গেলেও তাদের অশ্লীল কন্টেইন্ড গুলো থেকে যাচ্ছে ইউটিউবে। এ গুলো দেখে মানুষ যতদিন খারাপ পথে অনুপ্রাণিত হবে ততদিন পর্যন্ত তাদের নামে এক প্যাকেট পাপও বরাদ্দ হতে থাকবে। 

আলেক জান্ডার বো- সহ বহু  অশ্লীল যুগের শিল্পী আছে এদের এখনও কোন অনুশোচনা নেই। এরা কবে মানুষ হবে জানিনা-শিবা শানু+পলি+আলেক+জয়রা নির্বাচিত হয়ে  এবার নতুন কমিটিতে এসেছে। এদের যারা নির্বাচিত করেছেন তাদের কি কখনও এটা মনে হবেনা যে -যারা সাংবাদিকদের গায়ে হাত তুলতে পারে তারা শিল্পীদের প্রতিনিধি হবার যোগ্যতা রাখে কিনা ?

ধরে নিলাম সাংবাদিক অপরাধ করেছে। তাই বলে আপনি কি তার গায়ে হাত তুলতে পারেন ? আপনার সামনেওতো পুলিশ ঘুষ খায় কখনও কি পেরেছেন তাকে পিটাতে ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ