কোরবানীর সময় শুধু মনে হয় -নিরীহ প্রানী বধ হচ্ছে -হোটেলে গিয়ে যখন বিফ ভুনা -তেহারী ,কাচ্ছি কিংবা সুলতান ডাইং এর খাবার খান তখন মনে হয়না ?

 


আপনি নামাজ পড়বেন কি পড়বেন না -রোজা রাখবেন কি রাখবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি নেই।

কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরবানীকে পশু হত্যার সাথে তুলনা করা দৃষ্টটা -অজ্ঞতা -ধর্মীয় কটুক্তির সামিল। আপনি যখন প্রতি সপ্তাহে নিজের স্ত্রী কন্যার জন্য খাসির কিংবা গরুর গোস্ত কিনেন, হোটেলে গিয়ে -বিফ-কাবাব -কালাভুণা -সুলতান ডাইংএর খাবার বা কাচ্ছি বিরানী মজা করে খান তখন আপনার বিবেক কোথায় থাকে একবারও কি মনে হয়না এ গুলো পশুর মাংশ ? এটা নিয়ে আপনার মতামত দেয়া উচিত ?
কোরবানীর বেলায় এসে কেন আপনার চেতনা জাগ্রত হলো ?
ভাগ্যিস আপনারা আরব দেশে জন্ম নেননি -যদি নিতেন তাহলে এ ধরনের মন্ত্যব করার পর -চাকুরীতো দুরের বিষয় প্রান থাকতো কিনা সন্দেহো। এদিক থেকে আপনারা সৌভাগ্যবান -বাংলাদেশে এ ধরনের কোন আইন নেই। তাই বেঁচে গেলেন।ফেসবুকে যা খুশী বলতে পারেন লিখতে পারেন -আপনাদের সমর্থন করার জন্য মূর্খেরও অভাব নেই এ দেশে।
মনে রাখা দরকার সারাদিন কিছু না খেয়ে থাকলে যেমন রোজা হয়ে যায়না -তেমনি পশু জবাই দিলে কোরবানী হয়ে যায়না। এসব কিছুর জন্য ঈমান শর্ত। নামাজের জন্য যেমন অজু শর্ত। অজুর জন্য ঈমান শর্ত। আপনি যদি মুসলমান হয়ে থাকে তবেই আপনাদের ধর্মীয় বিধি নিষেধ মানতে হবে।
আপনি ধনী হয়ে থাকলে যাকাত দিতে হবে -গরীবদের জন্য। আপনার আর্থিক সচ্ছলতা থাকলে হজ্জ্ব করতে হবে। আপনার সামর্থ্য থাকলেই কেবলমাত্র সঠিক উপায়ে এবং পদ্ধতিতে কোরবানী করতে হবে। তাও সেখান থেকে আপনি ভোগ করতে পারবেন -০১ অংশ বাকী দু অংশ যথাক্রমে আত্মীয় স্বজন এবং গরীবদের জন্য। তাই কোরবানী কখনও গোস্ত খাবার জন্য না। কোরবানী মানে পশু হত্যা না -এটা মুসলমানের জন্য একটি ধর্মীয় বিধান।
আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে দিবেন না। এতে তো কোন সমস্যা নেই কিন্তু কোরবানী না দিয়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা কোরবানীকে পশু হত্যা বা বলির সাথে তুলনা করা দৃষ্টতা।
শুধু মাত্র ভাইরাল হবার জন্য ফেসবুকে যা খূশী তাই লিখবেন না। ইন্টারনেটের জামানার সব কিছুই গুগুলে চার্চ দিলে পাওয়া যায়। কোন বিষয়ে লিখতে হলে তার সম্পর্কে লেখা পড়া না থাকলেও গুগলে চার্চ দিয়ে জেনে নিতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ