সাকিব আল হাসানের প্রতি মানুষের কেন এত ক্ষোভ?ক্ষমতার প্রতি মানুষের কেন এত লোভ ?

 সাকিব আল হাসানের প্রতি মানুষের কেন এত ক্ষোভ?ক্ষমতার প্রতি মানুষের কেন এত লোভ ?




খেলোয়ার কোটায় এমপি হয়েছেন #সাকিব এবং #মাশরাফি আর সামাজিক সচেতনতা বিষয়ক কাজে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে এমপি হয়েছেন -ব্যারিস্টার সুমন।তাই কোটা বিরোধী আন্দোলনের সময় সাধারণ জনগণ চেয়েছিল এরা সরকারের ভেতরে থেকে প্রতিবাদ করুক। একবার হলেও বলুক -আমি ছাত্রদের পক্ষে আছি- এদের উপর গুলি করা বন্ধ করুন, দাবী মেনে নিন -আমি ক্ষমতা চাইনা ন্যায় বিচার চাই।

কারণ ২৯৭ জন এম.পি কে যে পিটালেও পদত্যাগ করবে না এটা সবাই জানতো।তাই মৌচাকের মধুর লোভ কারোরেই সংবরণ করতে ইচ্ছে জাগবে না। কিন্তু সাকিব মাশরাফি সুমনেরতো যশ-খ্যাতি কিংবা টাকা পযসার অভাব ছিলনা কখনও।
তাই ছাত্ররা চেয়েছিল -তারকারা তাদের পাশে থাকুক।তাদের মনোবল বাড়াক প্রোফাইল রাঙ্গাক। একবার বলুক সহিংসতা বন্ধ করুন ,ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিন কিন্তু এগিয়ে আসেনি-#চঞ্চল_চৌধুরী # জয়া_আহসান #ডিপজল #মিশা-সওদাগর #আরেফিন_শুভ #নুসরাত_ফারিয়া #অপু_বিশ্বাস #জায়েদ_খাঁন #অনন্ত-জলিল সহ বহু তারকা।
বরং বিবেকের তাড়নায় একাত্বতা ঘোষনা করেছে #মোশারফ_করিম #মোস্তফা_সারোয়ার ফারুকী ,#সিয়াম #বাঁধন #অর্ষা #সালমান_মুক্তাদির #আরোশ_খাঁন #হিরা_আলম #হিমে_হাফিজ #শাদিয়া-আয়মন #পরিমনি #সুমন-আনোয়ার #বান্না # আশফাক _নিপুণ #মারজুক_রাসেল #নিলয়_আলমগীর #মেজবাহ_উদ্দিন সুমন #সাজিন_আহমেদ বাবু #মামুনুর_রশিদ সহ আরো অনেকে নির্মাতা এবং তারকা।
এটা অনস্বীকার্য যে -ছাত্রদের এ আন্দোলন শুধু ছাত্রদের ছিলনা -বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে এমনকি শেষদিকে এসে -সেনাবাহিনীর অবঃসর প্রাপ্ত অফিসাররাও।
তাই মানুষ চেয়েছিল তাদের ভালোবাসার মানুষ গুলো ন্যায়ের পক্ষে থাকুক -একবার মাথা উঁচু করে বলুক -আর কোন মায়ের বুক খালি না হোক -আর একটি গুলিও না চলুক আর কোন রক্ত না ঝরুক । কিন্তু এমপিদের কেউ এটা বলার সৎ সাহস দেখাতে পারিনি।তাই মন ভাঙ্গার বেদনা নিয়ে মাশরাফির বাড়ী পুড়েছে এবং সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
যদিও বর্তমানে ৩০০ এমপি ,উপজেলা চেয়ারম্যান এবং সিটি মেয়র পলাতক।। কিন্ত সেলিনা হায়াত আইভি এদের মধ্যে ব্যতিক্রম।এমন ব্যতিক্রম হতে পারতো এ তিনজন এম.পিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ